ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

৬ মাসের মধ্যে ওমিক্রন-বিশেষায়িত টিকা আনছে সেরাম- আধার পুনাওয়েলা

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২২, সোমবার, ৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন

mzamin

নোভাভ্যাক্সের সঙ্গে ওমিক্রনের বিশেষায়িত টিকা নিয়ে কাজ করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির প্রধান আধার পুনাওয়ালা এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার বলেছেন, আগামী ৬ মাসের মধ্যেই আসছে এই টিকা। এই টিকা হবে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএ৫-এর জন্য বিশেষায়িত। এর জন্য এরই মধ্যে মডার্নার টিকা সবার আগে অনুমোদন দিয়েছে বৃটেন। আধার পুনাওয়ালা বলেছেন, এই টিকা হবে বুস্টার হিসেবে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ওমিক্রন-বিশেষায়িত টিকা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমিক্রন হালকা বিষয় নয়। এটা সিরিয়াস এক ফ্লুর মতো। তবে তারা যে টিকা আনবেন, তা নির্ভর করবে ভারতের নিয়ন্ত্রকদের ক্লিয়ারেন্সের ওপর। পুনাওয়ালা এ কথা বললেও এটা পরিষ্কার হওয়া যায়নি যে, ভারতে এর আলাদা ক্লিনিক্যাল পরীক্ষার প্রয়োজন হবে কিনা।

বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে নোভাভ্যাক্সের পরীক্ষা চলছে অস্ট্রেলিয়ায়। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের ড্রাগ নিয়ন্ত্রকদের বরাবরে পাঠানো হবে তা। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status