ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

তাইওয়ান নিয়ে উত্তেজনায় যুক্তরাজ্যে চীনা রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২২, সোমবার, ১০:৩৫ পূর্বাহ্ন

mzamin

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে ঘিরে তাইওয়ান উপকূলে সামরিক তৎপরতা বাড়ানোয় চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। বুধবার দেশটিতে চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে ওই ঘটনার ব্যাখ্যা চেয়ে তাকে ডেকে পাঠান বৃটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস।

রয়টার্স জানিয়েছে, কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তা স্ব-শাসিত দ্বীপটিতে সম্প্রতি সফর করেন। এই সফরকে ঘিরে উত্তেজনায় সর্বকালের বৃহত্তম মহড়া চালিয়েছে ক্ষিপ্ত চীন। দ্বীপটিকে তারা দীর্ঘদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছে।

লিজ ট্রাস এক বিবৃতিতে বলেছেন, 'আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি চীনা রাষ্ট্রদূতকে ডেকে তার দেশের কর্মকাণ্ড ব্যাখ্যা করতে। সাম্প্রতিক মাসগুলোতে আমরা বেইজিং থেকে ক্রমবর্ধমান আক্রমণাত্মক আচরণ ও বাগাড়ম্বরপূর্ণ কথা শুনছি, যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। 'যুক্তরাজ্য চীনকে হুমকি, বলপ্রয়োগ বা জবরদস্তি ছাড়া শান্তিপূর্ণ উপায়ে যেকোন মতপার্থক্য সমাধান করার আহ্বান জানায়।'

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, চীন ট্রাসের মন্তব্যের ‘স্পষ্ট বিরোধীতা’ করছে এবং চীন এতে ‘ব্যাপক অসন্তুষ্ট’। এ ঘটনায় বৃটেনের কাছে একটি কূটনৈতিক অভিযোগ করা হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ব্রিফিংয়ে বলেছেন, 'যদি ব্রিটেনের স্কটল্যান্ডের ভেতরে-বাইরের যোগসাজশ ও ভূখণ্ডের বিভাজন ঘটে, তবে কি বৃটেন শান্ত বা সংযত থাকতে পারবে এবং স্থিতাবস্থার অবনতি হতে দেবে?'

'তাইওয়ান ইস্যুটি সম্পূর্ণরূপে চীনের একটি অভ্যন্তরীণ বিষয়। তাইওয়ান প্রণালীর উভয়পক্ষের একত্রীকরণের প্রবণতা রয়েছে, যা অবশ্যই চীন জাতির মহান পুনর্জাগরণে অর্জিত হবে।'
সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status