ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

টিটির টার্গেট ‘ভিক্টোরিয়া ২০২৬’

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং কোনিয়ার ইসলামিক সলিডারিটি গেমসে পদক না জিতলেও উজ্জ্বল নৈপুণ্য দেখায় টেবিল টেনিস দল। কমনওয়েলথে পুরুষ দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। যা লাল সবুজদের ইতিহাস। কোনিয়াতেও সেই ধারা বজায় ছিল। ইসলামি সলিডারিটি গেমসে মেয়েদের এককে সাদিয়া রহমান মৌ শেষ চারে খেলেন। এছাড়া পুরুষ দলগত বিভাগেও কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। এবার টিটি দলের লক্ষ্য ২০২৬ কমনওয়েলথ গেমস। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অনুষ্ঠেয় পরবর্তী কমনওয়েলথ গেমসে পদক জিততে চায় তারা। তুরস্কের কোনিয়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, ‘প্রায় দেড় বছর আগে আমরা যে আবাসিক ক্যাম্প শুরু করেছিলাম, তারই ফল পেয়েছি এশিয়ান চ্যাম্পিয়নশিপে, সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপে এবং কমনওয়েলথ গেমসে। এখন কমনওয়েলথ গেমসে পদক জয়ের আশা নিয়েই আমরা এগুচ্ছি।

বিজ্ঞাপন
আশা করি পরের গেমসেই আমরা দেশের জন্য পদক জিতে আনতে পারবো।’ দুই গেমসে খেলা শেষ হলেও দেশে চলছে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ টেবিল টেনিস প্রতিযোগিতা। 
দুই বয়সভিত্তিক দলে ২২ জন খেলোয়াড় দীর্ঘমেয়াদী আবাসিক ক্যাম্পে অংশ নিচ্ছেন। তাদের থাকা, খাওয়া, পড়াশোনা, কোচিং,‌ বল, রাবার সব কিছুর দায়িত্ব নিয়েছে ফেডারেশন। বাংলাদেশের জাতীয় কোচ মোহাম্মদ আলী, ক্যাম্প কমান্ডার আসাদুজ্জামান বাদশা ও আনোয়ার কবীর চৌধুরী বাবু ও তাজউদ্দিন পাপ্পুর তত্ত্বাবধানে প্রত্যেকদিন দুই বেলা অনুশীলন করছেন খেলোয়াড়রা। ইতিমধ্যে এই ক্যাম্পে যোগ দিয়েছেন চারজন বিদেশি প্রশিক্ষণ সহযোগী ও একজন কোচ। কোনিয়া থেকে আজ দেশে ফেরার কথা টেবিল টেনিস দলের।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status