ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ আগস্ট ২০২২, রবিবার

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক মন্দার মধ্যেও বিভিন্ন উন্নত দেশের চাইতেও বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ্‌। তিনি গতকাল দুপুরে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের পরিচালনা পরিষদের সঙ্গে ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি ১৫ই আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি স্টেশন ক্লাবের সদস্যবৃন্দকে দেশের আর্থসামাজিক উন্নতিতে অবদান রাখার আহ্বান জানান। সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ্‌ মো. মোশাহিদ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাব পরিচালনা পরিষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান। এ ছাড়াও ক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মোহাম্মদ শফিক, আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে বই উপহার দেন ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status