ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সিলেটে চেতনানাশক ওষুধ ছিটিয়ে চুরি ৯ জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ আগস্ট ২০২২, রবিবার

সিলেটে চেতনানাশক ওষুধ ছিটিয়ে দুই পরিবারে চুরির ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের ৯ সদস্য অসুস্থ হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ২ জনের এখনো জ্ঞান ফেরেনি। শহরতলীর এয়ারপোর্ট সিলেট ক্লাবের পেছনের বাসায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওই পরিবারের সদস্য সুলতানা বেগম জানান, টিনশেডের একতলা বাসায় তারা দু’টি পরিবার ভাড়া থাকেন। গত শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যরা খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। তবে সুলতানার ভাই সাহেদ আহমদ রাতে অন্যত্র খেয়ে আসায় বাসায় রাতের খাবার খাননি। সাহেদ প্রায় পুরো রাতই জেগে ছিলেন। ভোর ৫টার দিকে পাশের কক্ষ থেকে মা- বোনের চিৎকারে তিনি দৌড়ে গিয়ে দেখেন- তাদের রান্নাঘরের জানালার গ্রিল কাটা। এ সময় মা সাহেদকে বলেন, গ্রিল কাটার শব্দে তার ঘুম ভেঙে গেলেও তিনি চোখে ঝাপসা দেখছিলেন এবং কয়েকবার বমি করেন।

বিজ্ঞাপন
তাই চিৎকার করে ছেলেকে ডাকেন। সাহেদ এ সময় মা-বোনসহ তার পরিবারের ৩ জনকে অসুস্থ দেখতে পান। এ সময় পাশের ইউনিটের লোকজনকে ডাকতে গিয়ে তাদেরও একই অবস্থা দেখতে পেয়ে দ্রুত এম্বুলেন্স ডেকে অসুস্থ সবাইকে নিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। সুলতানা বেগম আরও জানান, তাদের দুই পরিবারের মোট ৯ জন অসুস্থ। এরমধ্যে গতকাল বিকাল পর্যন্ত ২ জনের জ্ঞান ফেরেনি। তবে বাকি সবার অবস্থা উন্নতির দিকে। সাহেদ জানান, তাদের বাসার কিছু চুরি না হলেও পাশের ইউনিটের খাবার কক্ষের জানালার গ্রিল কেটে  মোবাইলফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে চোরেরা।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status