ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ডোমারে প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার

জেলার ডোমারে প্রতারণা ও সম্পদ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কাজী ইমরান আহম্মেদ। শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতারণার শিকার মুক্তিযোদ্ধার সন্তান কাজী ইমরান বলেন, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের মো. রফিকুল ইসলামের মেয়ে রাহাত জাহানের সঙ্গে পরিচয় হয়। এরপর আমরা দু’জনের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সুবাদে পরিচয় ঘটে রাহাত জাহানের বড়বোন রাজিয়া সুলতানা ও তার স্বামী জিএম মজিবুর রহমান বিপুলের সঙ্গে। এর কিছুদিন পর পরিচয় ঘটে রাহাতের ছোটবোন চাঁদ সুলতানা ও তার স্বামী কাজী ফরিদ উদ্দীনের সঙ্গে। এক পর্যায়ে আমার টাকার প্রয়োজন হলে আমি আমার জমি বিক্রির কথা তাদের জানালে রাহাত জাহানের বোন-দুলাভাই কৌশলে আমার জমির কাগজ ও নথিপত্র হাতিয়ে নেয়। এরপর তারা আমার সঙ্গে বিভিন্ন ধরনের টালবাহনা শুরু করে। এক পর্যায়ে জমির কাগজ ফেরত দেবে মর্মে আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে। রাহাত জাহান গত দুই বছরে আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে মূল্যবান কাগজপত্র ও ডকুমেন্ট, মূল চেকবই, পাসপোর্টসহ মূল্যবান কাগজাদি হাতিয়ে নেয়।

বিজ্ঞাপন
আমি তার কাছে আমার প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে সেও আমার কাছে ১০ লাখ টাকা দাবি করে। তিনি আরও বলেন, রাহাত জাহান তার বাবাকে কর্র্নেল পরিচয় দিয়ে মানুষের কাছে প্রতারণা করে আসছে। এরূপ প্রতারণার হাত থেকে বাঁচতে ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত পেতে তিনি সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতার পাশাপাশি প্রতারক রাহাত জাহান ও তার বোন চাঁদ সুলতানার বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। এ ব্যাপারে রাহাত জাহানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার মন্তব্য জানা যায়নি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status