ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মেঘনায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

কুমিল্লার মেঘনায় আল-শেফা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক নাজিমুদ্দিন তথ্য সংগ্রহ করতে গেলে তাকে অভিযুক্তরা চোখ রাঙ্গানিসহ হুমকি প্রদর্শন করে। গতকাল দুপুরে নবজাতকের পিতা উপজেলার বারহাজারী গ্রামের মো. আল আমিন খন্দকার বাদী হয়ে মেঘনা থানায় এ অভিযোগ করেছেন। নবজাতকের পিতা আল আমিন সাংবাদিকদের জানান, সন্ধ্যায় মানিকার চর বাজারে অবস্থিত আল-শেফা জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে আমার একটি পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের পর নবজাতককে ইঞ্জেকশন প্রয়োগ করা হয়, জানতে চাইলে বলা হয় টিকার ইঞ্জেকশন। নবজাতকের শারীরিক অবস্থা খারাপ দেখে আবার বাচ্চার পায়ে আরেকটি ইঞ্জেকশন প্রয়োগ করেন। এ ব্যাপারে জানতে চাইলে রেগে গিয়ে বলেন, আপনি কী ডাক্তার, পরে কিছু বলিনি। রাত ১টার সময় ডেকে বলা হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে হবে। কর্তব্যরত নার্স অভিযুক্ত স্বপ্না বেগমকে বলি আমার সন্তানকে আমার কাছে দেয়ার জন্য, কিন্তু না দিয়ে কাপড় দিয়ে শরীর মুখ ঢেকে রাখে। গাড়ি আনলে গাড়ির লাইট বন্ধ করে দিতে বলে।

বিজ্ঞাপন
অন্ধকারে বাচ্চাটিকে দিয়ে দেয়। ৪০ মিনিটের মধ্যে মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক জানায় অক্সিজেনের অভাবে অনেক আগেই মারা গেছে। পরে অভিযুক্ত নার্সকে ফোন করে বিষয়টি বললে তিনি দুর্ব্যবহার করে এবং হুমকি-ধামকি প্রদর্শন করে। এ বিষয়ে হাসপাতালের মালিক ফজলুল হক বলেন, সিজারের পর মা এবং বাচ্চা সুস্থ্থ ছিল। হটাৎ বাচ্চার নিউমোনিয়া বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেই। আপনার হাসপাতালে শিশু ডাক্তার আছে কিনা জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, না আমাদের এখানে নেই। ছোট সমস্যা হলে আমরা চিকিৎসা করি। বড় সমস্যা হলে ঢাকা প্রেরণ করি। অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, বাচ্চাটিকে কবর দেয়া হয়েছে শুনেছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, গত শুক্রবার হাসপাতালটি পরিদর্শন করেছি। তাদের লাইসেন্স নবায়ন নেই। হাসপাতালের নিয়ম অনুযায়ী কোনো কিছু নেই। সবকিছু অত্যন্ত নিম্নমানের। লাইসেন্স নবায়ন ছাড়া কীভাবে চলে জানতে চাইলে বলেন, কুমিল্লা আছি এসেই ব্যবস্থা নেবো।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status