ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জে এতিমদের মধ্যাহ্নভোজ কোরআন খতম ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল দুপুরে জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ ছাড়া কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ৩ শতাধিক এতিম বালক-বালিকাকে মধ্যাহ্নভোজ করানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ছাড়াও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল বক্তব্য রাখেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদরের ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানসুরা জামান নূতন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, বর্তমান সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পরে এতিম বালক-বালিকাদের সঙ্গে নেতৃবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status