ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিএনপি’র বিক্ষোভে ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলি

ফেনীতে ২২৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ফেনী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার

ফেনীতে যুবদল-ছাত্রদলের ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেড়িং এবং ভোলায় বর্বোরচিত হত্যার প্রতিবাদে ফেনী জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শুক্রবার বিকালে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনার পর ২২৪ নেতা-কর্মীর নামে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল  হোসেন, ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ, ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, এসএম কায়সার এলিন ও নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদল নেতা নজরুল ইসলাম দুলাল, ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন, যুবদল নেতা নিজাম উদ্দিন মাস্টার, রাহাত হোসেন, দিদারুল আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে মামলার বাদী এসআই সিরাজ মিয়া। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মামলার এজাহারের বরাত দিয়ে জানায়, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের ইসলামপুর রোডে মিলিত হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর রোডের মোড়ে ছাত্রদল-যুবদলের দুই থেকে আড়াইশ’ নেতাকর্মী ছাত্রলীগের মিছিলে হামলা করে। এতে তিন ছাত্রলীগকর্মী আহত হন। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের ইটপাটকেলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের গ্লাস-সাইনবোর্ড ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সিসা বুলেটসহ ২৭ রাউন্ড ফাঁকাগুলি নিক্ষেপ করে।

বিজ্ঞাপন
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, অবিলম্বে হয়রানি ও নির্যাতনমূলক এ মামলা প্রত্যাহার করতে হবে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status