ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় অসদাচরণ ও অসাধুপায় অবলম্বনের দায়ে আটক ১

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা চলাকালীন অনিয়ম করার দায়ে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃত ওই শিক্ষার্থী গোপালগঞ্জের স্থানীয় অধিবাসী মীর নিহান। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৮০৮নং রুমে পরীক্ষা চলাকালীন সময়ে ওই পরীক্ষার্থী কর্তব্যরত শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন। পাশাপাশি স্থানীয় পরিচয় দিয়ে ঐ শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেন। পরে কর্তব্যরত শিক্ষকরা গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষায় প্রচলিত আইন অনুযায়ী তার পরীক্ষা বাতিলসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। আটককৃত ওই পরীক্ষার্থী বর্তমানে গোপালগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দে রয়েছে। এ বিষয়ে প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও শুধু একজন শিক্ষার্থী এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়েছে। এজন্য আমরা তার পরীক্ষা বাতিল করেছি। তার বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবো। অভিযুক্ত শিক্ষার্থী মীর নিহান বলেন, কর্তব্যরত এক শিক্ষক আমার নির্দিষ্ট আসন রেখে অন্য আসনে বসতে বলেন।

বিজ্ঞাপন
পরে তাদের কথা শুনতে আপত্তি জানালে তারা আমার পরীক্ষা বাতিল করেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status