ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তিতাসে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

রাতারাতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আয়োজনে তিতাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারস্থ উত্তর জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় পার্টির কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলহাজ আমির হোসেন ভূঁইয়া। এ ছাড়া বক্তব্য রাখেন হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম, তিতাস উপজেলা জাতীয় যুব সমাজের সভাপতি প্রার্থী ফরহাদ কামাল বাবু। এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে তেল, গ্যাস, সারসহ সকল দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে জনগণ সরকারকে ধিক্কার দিবে এবং জনগণের চাহিদা অনুযায়ী দ্রব্যের দাম নির্ধারণ করতে হবে বলে তারা দাবি জানান। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন তিতাস-হোমনা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status