ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মোরেলগঞ্জে পরিত্যক্ত ভবনে শতাধিক শিক্ষার্থীর পাঠদান

মোরেলগঞ্জ (বাগেরহাট)
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

বাগেরহাটের মোরেলগঞ্জে  হরতকীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণার ২ বছর অতিবাহিত হয়ে গেলেও দেখা মিলছে না নতুন ভবনের। একাধিকবার সয়েল টেস্ট করা হয়েছে কিন্তু ভবনের নেই কোনো খবর। শতাধিক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে করছেন পাঠদান। অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি নতুন ভবনের। সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে, নিশানবাড়ীয়া ইউনিয়নের ১৭৬নং হরতকীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হলেও সরকারিভাবে ভবন নির্মিত হয় ১৯৯৪ সালে। চার কক্ষবিশিষ্ট এ পাকা ভবনটির চারদিক থেকে প্লাস্টার খসে পড়ে মরিচা ধরে পিলারগুলো রয়েছে কোনোমতে দাঁড়িয়ে। ২০২০ সালে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয়ের এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে, রুগ্‌ণ ও ভগ্নদশা জরাজীর্ণ এ ভবনে টানানো হয়েছে সতর্র্কীকরণ সাইনবোর্ড। ভবন নির্মাণের জন্য ২ বার সয়েল টেস্ট সম্পন্ন করা হলেও নতুন ভবনের তালিকার অপেক্ষার রয়েছে।  বিকল্প ব্যবস্থায় স্কুল শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে পাশেই একটি টিনের ঘরে। এ বিদ্যালয়ে প্রাক থেকে ৫ম শ্রেণির মোট শিক্ষার্থীর সংখ্যা ১০৩ জন।

বিজ্ঞাপন
ক্লাস চলছিল ২য় শিফটের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির। কথা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল রাজ্জাক গাজীর সঙ্গে, তিনি জানান বিদ্যালয়ের ভবনটির এ দৈন্যদশা উপজেলা শিক্ষা কর্মকর্তা সরজমিন এসে দেখে গেছেন। ২ বার মাটি পরীক্ষা করা হয়েছে। ছেলে-মেয়েদের শ্রেণিকক্ষ সংকটের কারণে খুরই কষ্ট করে ক্লাস নিতে হচ্ছে। ভবনটি ধসে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষার্থীরা জরুরিভাবে নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দাবি জানিয়েছেন।  অভিভাবক মাস্টার মো. সিদ্দিকুর রহমান, গোলাম রসুল হাওলাদার, সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, স্কুলের এ ভবনটি শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠদানে শ্রেণিকক্ষই নয় এখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থানীয় ও জাতীয় নির্বাচনী ভোটকেন্দ্র। জনগুরুত্বপূর্ণ স্থানটিতে নতুন স্কুল ভবনটি জরুরি হয়ে পড়েছে। এ সর্ম্পকে উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, হরতকিতলা পরিত্যক্ত বিদ্যালয় ভবনটি কাগজপত্রে একবার সয়েল টেস্ট হয়েছে। তৎকালীন এ উপজেলায় ২৫টি স্কুলে সয়েল টেস্ট করে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে, এখন পর্যন্ত অনুমোদন আসেনি। অনুমোদন পেলে টেন্ডার প্রক্রিয়ার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন জানান, হরতকিতলা পরিত্যক্ত ভবনটি নিলামের জন্য রেজুলেশন করে নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠানো হচ্ছে। বিদ্যালয়টি নতুন ভবনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status