ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রাজবাড়ী মা ও শিশু কল্যাণকেন্দ্র

চিকিৎসাসেবা থেকে বঞ্চিত প্রসূতি মায়েরা

রাজবাড়ী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার

২০২১ সালের ৮ই মার্চ থেকে রাজবাড়ী জেলা শহরের ৩ নং বেড়াডাঙ্গা সড়কে অবস্থিত সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বন্ধ হয়ে গেছে প্রসূতি মায়ের সিজারিয়ান কার্যক্রম। এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও তা সচল হয়নি। যে কারণে রাজবাড়ী জেলার হাজারো প্রসূতি মা সরকারি এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই সঙ্গে কমে গেছে স্বাভাবিক (নরমাল) সন্তান প্রসবও। কর্তৃপক্ষ বলছেন- একটি মাত্র সার্জনের পদ এখানে থাকলেও দিনের পর দিন তা শূন্য থাকায় মায়েরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরজমিন দেখা যায়, রোগীদের তেমন কোনো ভিড় নেই। সে সময় ওই চত্বরে অবস্থানরত এক রোগীর স্বজন নার্গিস আক্তার বলেন, তার ভাইয়ের স্ত্রী সন্তান সম্ভবা। তাকে সিজার করাতে হবে। এখানে সিজার কার্যক্রম শুরু হয়েছে কিনা তা জানতে এসেছিলেন। কিন্তু বলা হয়েছে সিজার বন্ধ।

বিজ্ঞাপন
ওই প্রসূতির ছোট ভাই সাজ্জাদ বলেন, তার ভগ্নিপতি একজন হতদরিদ্র ভ্যানচালক। টাকা পয়সা নেই। তারা এসেছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। অথচ এসে দেখেন সিজার করা হচ্ছে না। এখন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। কিন্তু এত টাকা কোথায় পাবো? মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অবস্থানরত একাধিক কর্মচারী নামপ্রকাশ না করার শর্তে বলেন, জেলা শহরে বিনামূল্যে প্রসূতি সিজারের প্রধান সরকারি প্রতিষ্ঠান এটি। অথচ এই প্রতিষ্ঠানে কোনো গাইনি কনসালটেন্ট নেই। সর্বশেষ ডা. গোলাপ চন্দ্র সূত্রধর নামক সার্জন এই প্রতিষ্ঠান থেকে বদলি হয়ে যাবার পর থেকে তারা বেকায়দায় রয়েছেন। আগে প্রতিমাসে ৩০ থেকে ৪০ জন প্রসূতিকে সিজার করা হতো এবং নরমাল ডেলিভারি হতো ৫০ থেকে ৬০ জন। প্রতিদিন এখানে ১৫০ থেকে ২০০ জন প্রসূতি মা নিয়মিত চিকিৎসাসেবা নিতে আসতেন। বর্তমানে কোনো রকমে চলছে এই প্রতিষ্ঠান। দিনে ২০ থেকে ২৫ জনও প্রসূতি আসে না। মাসে মাত্র ৭ থেকে ৮টি নরমাল ডেলিভারি করা সম্ভব হচ্ছে। এখানে শুধুমাত্র একজন ডাক্তার রয়েছেন। এ প্রসঙ্গে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ- পরিচালক গোলাম মো. আজম জানান, আমরা বিষয়টা লিখিত ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে এখনো কোনো সার্জনকে এখানে বদলি করা হয়নি। সার্জন আসলেই সব ঠিক হয়ে যাবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status