বাংলারজমিন
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবাররংপুরের কাউনিয়ায় বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের। মঙ্গলবার সকাল পৌনে ১০টায় কাউনিয়ার বেইলি ব্রিজ এলাকায় কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২) তাদের শিশু সন্তান মো. রহমত আলী (০২) ও ভাতিজি আনোয়ারুল ইসলামের মেয়ে এসএসসি পরীক্ষার্থী আফসানা আক্তার স্নেহা (১৭)।
স'ানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল এসএসসি পরীক্ষার শেষ দিন। তাই সকালে আশরাফুল স্ত্রী ও শিশু সন্তান এবং ভাতিজি ধর্মেশ্বর মহশা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী স্নেহাকে নিয়ে মোটরসাইকেলযোগে কাউনিয়া পরীক্ষা কেন্দ্রে আসছিলেন। এ সময় সকাল পৌনে ১০টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ কৃষি কলেজ এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস'লেই তিনজন মারা যায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ।