বাংলারজমিন
ত্রিশালে বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা, চাপে বিদ্যুৎ বিভাগ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবারময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ ব্যবস'ায় চরম চাপ সৃষ্টি হয়েছে। উপজেলার প্রায় ২০ হাজার ব্যাটারিচালিত যানবাহনের অধিকাংশই চার্জ করা হচ্ছে অবৈধ সংযোগের মাধ্যমে, ফলে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে বিদ্যুৎ অপচয় ও ঘাটতি।
স'ানীয় সূত্রে জানা গেছে, এসব যানবাহনের চার্জিং গ্যারেজের বেশির ভাগই বৈধতার বাইরে। বিদ্যুৎ অফিসের হিসাব অনুযায়ী, ত্রিশালে মাত্র ৫৭টি অনুমোদিত চার্জিং গ্যারেজ রয়েছে। তবে বাস্তবে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি বলে জানা গেছে। গোপনে পরিচালিত এসব গ্যারেজে রাতের আঁধারে অবৈধ সংযোগ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেয়া হচ্ছে, ফলে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা বেড়েই চলেছে।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিদ্যুৎ চুরি করে থাকেন। বিদ্যুৎ বিভাগের অভিযান বা কর্মকর্তাদের আগমনের খবর পেলে তারা তৎক্ষণাৎ বৈধ সংযোগে ফিরিয়ে আনেন মিটার, যার ফলে চোরাই বিদ্যুৎ ব্যবহার সরাসরি প্রমাণ করা দুরূহ হয়ে পড়ে।
ত্রিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ জানায়, উপজেলায় বর্তমানে গ্রাহক সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি। বিদ্যুৎ ব্যবস'ায় সিস্টেম লস ৬.৪৪ শতাংশ। মোট গ্রাহকের ৯০ শতাংশ ইতিমধ্যে প্রি-পেইড মিটারে স'ানান্তরিত হলেও ১০ শতাংশ এখনও পোস্টপেইড মিটারে রয়েছেন। প্রতিমাসে বিদ্যুৎ বিল আদায় হচ্ছে প্রায় ৮ কোটি টাকা এবং বিদ্যুৎ চাহিদা দাঁড়িয়েছে ২৪ থেকে ২৫ মেগাওয়াটে।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল আহমেদ জানান, বিদ্যুৎ চুরি রোধে অভিযান অব্যাহত রয়েছে এবং বেশক’জনের বিরুদ্ধে ইতিমধ্যেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস'া নেয়া হয়েছে। তিনি আরও জানান, বিদ্যুৎ সমস্যা সমাধানে পোড়াবাড়ীতে একটি নতুন উপকেন্দ্র এবং ৩৩ কেভি লাইন নির্মাণ প্রকল্প দ্রুত এগিয়ে চলেছে।
এদিকে গ্রাহকদের অভিযোগ, অব্যাহত লোডশেডিং ও গ্রীষ্মের তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন তারা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।