ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নোয়াখালীতে প্রবাসীর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৪ মে ২০২৫, বুধবার

নোয়াখালীতে দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজগর হোসেনের (৩৫) ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে তার ছোট ভাই নুর হোসেনকে (৩৬) গুরুতর আহত অবস'ায় নোয়াখালী জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, সকাল ৯টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকালী গ্রামের এমরাত আলী সারেং বাড়িতে এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী আজগর হোসেন বলেন, এক বছর আগে নিজ বাড়িতে পাকা দালানের নির্মাণকাজ শুরু করেন। তিন মাস ধরে আওয়ামী লীগ কর্মী মিলনের বাধার কারণে কাজ বন্ধ রয়েছে। এতে বেশ কিছু নির্মাণসামগ্রী নষ্ট হয়ে যায়। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ট্রাক্টরে করে সিমেন্ট উঠাতে বাধা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফিরোজ আলম রিপন, আব্দুর রব ধনী, মোশাহিদুর রহমান মিলন, সফিকুল ইসলাম রতন, এয়ার হোসেন সুজন অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাকে ও নুর হোসেনকে এলাপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারী পাঁচজনের মধ্যে ৪ জনই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। মিলন আত্মগোপনে থাকা সাবেক বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার অনুসারী। 
তবে মোশাহিদুর রহমান মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের কেউ হামলার সঙ্গে জড়িত নই। আমি পেশায় একজন শিক্ষক। ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। আওয়ামী লীগের কোনো পদপদবীতে আমি নেই। এ ঘটনায় একটি বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম মানবজমিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস'ল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি স'ানীয়ভাবেও মীমাংসার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস'া নেয়া হবে।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status