বাংলারজমিন
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ই মে
মাগুরা প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবারসাক্ষ্যগ্রহণের মাত্র ১১ কার্যদিবসে শেষ হয়েছে সারা দেশে আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। আগামী ১৭ই মে বিচারের রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আসামিদের বিরুদ্ধে সকল অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণ হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন আইনজীবীসহ স্বজনরা। গতকাল সকাল ১০টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস'াপন শেষ হয়। যুক্তিতর্ক উপস'াপন শেষে এ মামলার রায় আগামী ১৭ই মে ঘোষণার দিন ধার্য করেন বিচারক।
স্বরাষ্ট্র মন্ত্রণায়ের নিয়োজিত অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার এহসানুল হক সমাজী বলেন, শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা মঙ্গলবার যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাব্যুনাল আগামী ১৭ই মে এই মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেছেন। সোমবার এ মামলায় রাষ্টপক্ষ থেকে যুক্তিতর্ক উপস'াপন করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালত এই মামলায় ল’ পয়েন্টের উপরে আমার বক্তব্য শোনার জন্য সুযোগ দিয়েছেন। সেই হিসেবে আজকে (গতকাল) বিজ্ঞ আদালতে শুনানির অবশিষ্ট অংশ আইনি যুক্তি দিয়ে উপস'াপন করেছি। বিজ্ঞ আদালতের কাছে বলেছি এ মামলায় যে ২৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন মৌখিক এবং দালিলিক সাক্ষ্য আদালতে উপস'াপিত ও দালিখকৃত পর্যালোচনায় দেখা যায় এ মামলায় প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজার প্রার্থনা করছি।
উল্লেখ্য, গত ৫ই মার্চ বোনের বাড়ি মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। ঘটনার ৭ দিন পর ১৩ই মার্চ রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে মাগুরাসহ সারা দেশ। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা থানায় মামলা করলে ১৩ই এপ্রিল হিটু শেখকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত ২৯শে এপ্রিল।