ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

যুবদল নেতা জসিমের স্ত্রীর আকুতি

ফেনী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার

ফেনী জেলা যুবদলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে অস্ত্র দিয়ে ফাঁসানোর বিষয়ে আদালতে অভিযোগ দেয়ার পর থেকে অব্যাহত হুমকি-ধমকিতে রয়েছেন বলে জানিয়েছেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার পারভিন। শুক্রবার রাতে শহরের রামপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন অভিযোগ করেন লুৎফুন নাহার।  লিখিত বক্তব্যে লুৎফুন নাহার বলেন, ‘গত ২১ জুলাই রাতে রাজধানীর কাকরাইল মোড় নাভানা টাওয়ার থেকে তার স্বামী জেলা যুবদলের সভাপতি জাকির হোসের জসিমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আমি তথ্য পেয়ে ফেনী মডেল থানায় যোগাযোগ করলে পুলিশ আমাকে জানায় জসিমকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তা স্বীকার না করায় আমরা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু ওই সময়ে আমি জানতে পারি আমার স্বামী জসিমকে গ্রেপ্তারের পর চোখ বেঁধে পুলিশ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এসময় পুলিশ তার কাছে ৫০ লাখ টাকা চাঁদাও দাবী করেন। না হয় জসিমকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হবে বলেও পুলিশ হুমকি দেয়। তবে গ্রেপ্তারের বিষয়টি আমারা স্বজনরা জেনে যাওয়ায় জসিমকে গুম ও হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে ওই রাতে (২২ জুলাই রাত ১টা দিকে) তাকে ফেনীর বাসায় এনে পুলিশ অস্ত্র দিয়ে তা আবার উদ্ধারের নামে নাটক সাজায়। ওই সময়ে আমাদের বাসায় থাকা সকল সদস্যের মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নেয় পুলিশ।

বিজ্ঞাপন
পুলিশের কাছে অনুরোধ করার পরও আমাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরাগুলো আজও ফেরত দেয়নি।’ লুৎফুন নাহার বলেন, ‘আমাদের বাসা থেকে জসিমের অস্ত্র উদ্ধারের সাজানো নাটকের ঘটনায় আমি ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (ফেনী সদর আমলী আদালত-১) মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে গত ১০ আগস্ট মামলা দায়ের করি। ওই মামলায় ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ পুলিশের চার কর্মকর্তা, দুই ছাত্রলীগ নেতা এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করায় আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে পুলিশ ও সরকারী দলীয় লোকজন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ যুবদল সভাপতির স্ত্রী আরও বলেন, ‘আদালতে মামলা দায়েরের পর অভিযোগের তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেয়া হয়। অস্ত্র উদ্ধারের নামে পুলিশের সাজানো নাটক ও মিথ্যা ঘটনার সাথে কারা কারা জড়িত পিবিআই যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ঘটনা উম্মোচন করেন সেই দাবি জানাচ্ছি।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status