খেলা
প্রিমিয়ার লীগের আরও কাছে হামজা বললেন ‘দেখা হবে ওয়েম্বলিতে’
স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, বুধবার
ইংলিশ প্রিমিয়ার লীগে ফেরার পথে আরও এক ধাপ এগিয়ে গেল হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লীগের প্লে অফ সেমি-ফাইনালের আগের লেগে জিতে কাজটা অনেকটাই এগিয়ে রাখে শেফিল্ড। সোমবার ঘরের মাঠে দ্বিতীয় লেগেও তুলে নেয় ৩-০ গোলের দাপুটে জয়। দুই লেগ মিলিয়ে ব্রিস্টল সিটিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কাটলো দলটি। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে জয় পেলে আগামী মৌসুমে প্রিমিয়ার লীগে উন্নিত হবে শেফিল্ড ইউনাইটেড । প্রথম লেগে ব্রিস্টলের ঘরের মাঠ অ্যাশটন গেটে রাইট ব্যাক হিসেবে দারুণ খেলেন হামজা দেওয়ান চৌধুরী। ফিরতি লেগে ব্রামল লেনেও দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন এই বাংলাদেশি ফুটবলার। দুই ম্যাচেই অক্ষত ছিল শেফিল্ডের জাল। ম্যাচের ৪১তম মিনিটে কিফার মুরের হেডে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
গত ডিসেম্বরের পর এটি ছিল এই ইংলিশ স্ট্রাইকারের প্রথম গোল। মাঠে ফিরে ৫২তম মিনিটে এক ডিফ্লেক্টেড গোলে ব্যবধান বাড়ান গত মাসে ‘চ্যাম্পিয়নশিপ প্লেয়ার অব দ্য ইয়ার’ জয়ী গুসতাভো হ্যামার। ৮৩তম মিনিটে টাইরিস ক্যাম্পবেলের পাস থেকে দলের তৃতীয় ও শেষ গোলটি করেন ক্যালাম ওহেয়ার। আগামী ২৪শে মে ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেখানে প্রিমিয়ার লীগে সুযোগ নিশ্চিত করতে হামজাদের মুখোমুখি হবে সান্ডারল্যান্ড অথবা কভেন্টিা সিটি। প্রথম লেগে জয়ের পর হামজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘অর্ধেক কাজ হয়ে গেছে, সবার সঙ্গে সোমবার দেখা হবে।’ ফিরতি লেগে বাকি কাজটাও সেরে এই ২৭ বছর বয়সী তারকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ্, কী উপভোগ্য এক রাত! আরেকটি বড় প্রচেষ্টা বাকি.. সবার সঙ্গে দেখা হবে ওয়েম্বলিতে।’ দারুণ এই জয়ের পর শেফিল্ড বস ক্রিস ওয়াইল্ডার বলেন, ‘এমন রাত তো উপভোগ করতেই হবে। ছেলেদের বলেছি নিজেদের যত্ন নিতে।’ ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি মৌসুমে তিনটি দল জায়গা করে প্রিমিয়ার লীগে। শীর্ষে থাকা দুই দল সরাসরি চলে যায় ইংল্যান্ডের এই শীর্ষ লীগে। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানের দলগুলো প্লে অফ সেমিফাইনাল ও ফাইনাল খেলে জয়ী দল টিকিট পায় তৃতীয় দল হিসেবে। আগামী মৌসুমের জন্য সরাসরি প্রিমিয়ার লীগের টিকিট কেটেছে লিডস ইউনাইটেড ও বার্নলি, তৃতীয় ছিল শেফিল্ড। গত মৌসুমে ৩৮ ম্যাচে মাত্র ৩টিতে জিতে চ্যাম্পিয়নশিপে অবনমন হয় শেফিল্ডের। ক্লাবটিতে ধারে খেলছেন হামজা। তার মূল ক্লাব লেস্টার সিটি প্রিমিয়ার লীগ থেকে এবার অবনমিত হয়ে গেছে। গত জানুয়ারিতে তিনি মৌসুমের বাকি সময়টার জন্য ধারে খেলেন শেফিল্ডে।