ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

খুলনায় চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

খুলনায় চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে। ছিনতাই হওয়া ইজিবাইকটি এরইমধ্যে উদ্ধার করেছে পুলিশ এবং ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আলীর ক্লাব এলাকার মানিকের ছেলে হৃদয়, দুলালের ছেলে পারভেজ ও শহীদুলের ছেলে নয়ন। গতকাল সকাল ৯টার দিকে ১৮নং ওয়ার্ডের আলী ক্লাবের উল্টো দিকের দারুস সালাম মসজিদের পাশের একটি কচুরিপানার ডোবা থেকে নয়নের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গত শুক্রবার বিকাল ৫টার দিকে নয়ন ইজিবাইক নিয়ে বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে নিহতের মামাতো ভাই মো. আশিক তাকে ফোন দেয়। তখন বিপরীত দিক থেকে জানানো হয়, ১২ মিনিট পরে দেখা করছি। এরপর ফোন দিলে রিসিভ করে কোনো উত্তর দেয়া হয়নি। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্নস্থানে খোঁজ নেয়া হয়।

বিজ্ঞাপন
গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এক মহিলা ডোবার মধ্যে নয়নের পা দেখে চিৎকার করতে থাকে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সোনাডাঙ্গা ও হরিণটানা থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, রাত সাড়ে ৩টার দিকে হৃদয় ও নয়ন নামের দুই যুবক ইজিবাইক চালিয়ে ময়ূরী আবাসিক প্রকল্প ও ব্রিজ পার হচ্ছিল। তাদের দেখে পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। তারা ইজিবাইক ছিনতাইয়ের ঘটনাটি স্বীকার করে। কিন্তু হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেনি। পরে বিষয়টি জানতে পারলাম। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বটিয়াঘাটার ইজিবাইক চালক নয়নকে মেরে ইজিবাইক নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। পথে আমাদের টহল পুলিশ ইজিবাইকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতের কোনো এক সময় গ্রেপ্তারকৃতরা নয়নকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status