ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

গাজীপুরে বসতভিটা রক্ষা করতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৪ আগস্ট ২০২২, রবিবার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে এক নারী তার স্বজনদের নিয়ে মানববন্ধন করেছেন।  গতকাল বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মীর সিরামিকস কারখানার পাশে মানববন্ধনটি করা হয়। মার্জিয়া আক্তার নামে ওই নারী মাওনা উত্তরপাড়া এলাকার আব্দুল বাতেনের স্ত্রী ও জমুর উদ্দিনের কন্যা। অভিযুক্ত তোফায়েল আহমেদ ভূঁইয়া ঢাকার মিরপুর এলাকার মৃত সালামত উল্লাহ ভূঁইয়ার ছেলে। মার্জিয়া আক্তার বলেন, তার স্বামীর থেকে হেবামূলে এবং পরিবারের অপর সদস্যদের নিবন্ধিত পাওয়ারমূলে তিনি তাদের বসতভিটার ১৭ শতক জমির মালিক হন। যাদের হেবা এবং পাওয়ারমূলে জমির মালিক হন তারা পৈতৃকসূত্রে মালিক ছিলেন। কোনো প্রকার হুমকি বা আতঙ্ক ছাড়াই তারা সপরিবারে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। বসতবাড়িতে ভাড়াটিয়াদের কাছে ঘর ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। ১৬টি আবাসিক ঘর এবং ৬টি দোকানও রয়েছে সেখানে। কিন্তু সম্প্রতি অভিযুক্ত তোফায়েল আহমেদ ভাড়া করা লোকজন নিয়ে তার বসতভিটা দখলের চেষ্টা চালায়।

বিজ্ঞাপন
এ ছাড়াও তোফায়েল আহমেদের দখলে তার ৩৯ শতক জমি বেদখল রয়েছে। ওই ৩৯ শতক জমি মার্জিয়া আক্তারের নামে জমাভাগ এবং হালসন পর্যন্ত খাজনা পরিশোধ করা। মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানি, খুন জখম ও উচ্ছেদের হুমকি দিচ্ছে। নিরাপত্তা ও আইনি সহায়তার জন্য তিনি শ্রীপুর থানায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানা মামলা ডায়েরিভুক্ত করেনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মার্জিয়া আক্তার কোনো অভিযোগ করেনি। তার বিপক্ষের লোকজন মামলা করেছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status