ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ফরিদপুরে সার পাচারকালে সারসহ আটক ১

ফরিদপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার

ফরিদপুর শহর থেকে দুর্গম চরে ৩৬৮ বস্তা সার পাচারকালে সারসহ জুলহাস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দাম বেশির আশায় কিছু অসাধু ব্যবসায়ী সার মজুদ করেছিল। এখন দাম বেশি হওয়ায় গোপনে জেলার চরাঞ্চলে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদে তারা ঘাট এলাকায় অভিযান চালিয়ে সারসহ ১ জনকে আটক করে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে সারের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় ওই ব্যক্তি ইউরিয়া সার বস্তা প্রতি ১২-১৩শ’ টাকায় বিক্রি করে বলে জানায়। এদিকে সারের দাম অস্বাভাবিক হারে নেয়া হচ্ছে বিষয়টি জানতে গেলে কর্তৃপক্ষ একে অপরের ওপর দোষ চাপিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্ঠা করে। অভিযুক্ত সার ডিলার পান্নু মিয়া পুলিশের খবর পেয়ে দোকান বন্ধ করে চম্পট দেয়। ডিলার মাহমুদকে পাওয়া গেলেও সে সারের ব্যাপারে কিছুই জানে না বলে জানায়।

বিজ্ঞাপন
ফরিদপুর সার গোডাউনের দায়িত্বরত অফিসারকে না পেলের কর্মরত গোডাউনের সহকারী হিসাব রক্ষক জাকির হোসেন জানান, সার বিক্রির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের আদেশ পেয়ে ডেলিভারি দেই মাত্র।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status