ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

‘১৫ই আগস্টের কুশীলবদের খুঁজতে চলতি বছরেই কমিশন’

স্টাফ রিপোর্টার
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠনের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি বছরেই কমিশন চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  কমিশন গঠনের অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে কমিশনের রূপরেখা তৈরি করেছি। এখন কমিশন গঠন ও এর কার্যপ্রণালী নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া জরুরি। আপনারা জানেন, কোভিড যায় যায় করেও যাচ্ছে না, বর্তমান বৈশ্বিক অবস্থাও অনুধাবন করছেন। এখানে অর্থনৈতিক বিষয়েও কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে।  আশা করছি কিছুদিনের মধ্যে আলোচনায় বসতে পারবো। এই বছর নাগাদ আমরা হয়তো কমিশন চালু করতে পারবো। এখন রূপরেখাটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

বিজ্ঞাপন
পরে প্রধানমন্ত্রী প্রয়োজনে সংযোজন-বিয়োজনের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত অনুমোদন করবেন বলেও মন্ত্রী জানিয়েছেন।

 আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৭ জনকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত যারা পলাতক রয়েছেন তাদের খুঁজে দেশে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত সরকার কাজ চালিয়ে যাবে। সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, যাদের ব্যাপারে তথ্য পাওয়া গেছে তাদের ফিরিয়ে আনার জন্য সরকার আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। দণ্ডিতদের দেশে ফিরিয়ে আনার সহযোগিতা পাচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি সহযোগিতা না পেলে এটাও সম্ভব নয়। অতীতে বিভিন্ন সময় সরকার যেসব সমস্যা সৃষ্টি করেছে সেগুলো একে একে সমাধান করে সামনের দিকে এগোচ্ছে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, আইন মন্ত্রণালয় সচিব মো. গোলাম সারওয়ার এবং শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারক মো. ফারুক প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status