ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

মেসির বাদ পড়া নিয়ে আয়োজকদের ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২২, শনিবার, ৫:১৯ অপরাহ্ন

mzamin

২০০৫ সালের পর ব্যালন ডি’অর তালিকায় লিওনেল মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ জন্ম নিয়েছে ভক্ত-সমর্থকদের মনে। অনেকে আবার কৌতূহলী হয়ে উঠেছেন- কী কারণে মেসি বাদ পড়লেন তা জানতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে যুক্তি-তর্ক। ৩০ জনের তালিকা থেকে লিওনেল মেসির বাদ পড়া আর ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখার বিষয়টি ব্যাখ্যা করেছে আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। 

প্রশ্নোত্তর পর্বে সংবাদমাধ্যম লে’কিপের প্রতিবেদক ইমানুয়েল বোয়ান ফ্রান্স ফুটবলের হয়ে বলেন, ‘২০০৬ থেকে টানা ১৫ বার মেসি জায়গা পেয়েছেন তালিকায়, ব্যালন ডি’অর জিতেছেন সাতবার এবং এতো এতো শিরোপা জিতেছেন যে নিশ্চিতভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় তার নাম চলে আসে। ৩০ জনের এই তালিকা তৈরির সময়ও মেসি আলোচনায় ছিলেন। কিন্তু ব্যালন ডি’অরের জন্য নতুন যে মানদ- ঠিক করা হয়েছে, তা মেসির পক্ষে ছিল না।’

কী সে নতুন মানদ-, তার ব্যাখ্যাও দিয়েছেন বোয়ান। তিনি বলেন, ‘খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার বিবেচনার বিষয়টিকে আমলে নেয়া হয়নি। নতুন মডেলে পুরো বছরও নয় (আগে জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত ধরা হতো), বিবেচনা করা হয়েছে একটা মৌসুম (আগস্ট-জুলাই)। যে কারণে ২০২১ সালের ১১ জুলাই মেসির কোপা আমেরিকা জয় বিবেচনায় আসেনি।’

গত মৌসুমে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়ে সুবিধা করতে পারেননি মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন মাত্র ১১ গোল।

বিজ্ঞাপন
ব্যালন ডি’অর তালিকায় না থাকার পেছনে এটিকে বড় কারণ হিসেবে দেখানো হয়েছে। 

বোয়ান বলেন, ‘তারপর, এটা স্বীকার করতেই হবে যে পরিসংখ্যান এবং পারফরম্যান্সের দৃষ্টি নান্দনিকতার বিচারে প্যারিসে তার প্রথম মৌসুমটা ছিল খুবই হতাশার।’  

তারপর ক্রিস্টিয়ানো রোনালদোকে ৩০ জনের তালিকায় রাখার যৌক্তিকতা তুলে ধরে বোয়ান বলেন, ‘এই মৌসুমে জাতীয় ফুটবলে টপ স্কোরার (১১৭ গোল) হন রোনালদো। চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে তিনি ভাগ্য গড়ে দিয়েছেন দলের। গ্রুপ পর্বে রোনালদোর চারটি অফ-দ্য-কাফ গোল ম্যানচেস্টার ইউনাইটেডকে এনে দেয় ৭ পয়েন্ট। প্রিমিয়ার লীগে দুই হ্যাটট্রিকসহ ১৮ গোল করেছেন তিনি। সবমিলিয়ে ৪৯ ম্যাচে ৩২ গোল রোনালদোর। যদিও এটি তার সেরা মৌসুমগুলোর মধ্যে পড়বে না। কিন্তু সেরা ৩০-এ জায়গা করে নেয়ার জন্য তার পারফরম্যান্স যথেষ্টই ছিল।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status