ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

আফগানিস্তান থেকে পাকিস্তানের সোয়াতে ফিরেছে জঙ্গিরা, হত্যা-চাঁদাবাজিতে আতঙ্কে স্থানীয়রা

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২২, শনিবার, ১:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১১ অপরাহ্ন

mzamin

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় প্রায় ৫০০ জঙ্গি ফিরে এসেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে তেহরিক-ই-তালিবানের সঙ্গে হওয়া সরকারের চুক্তি অনুযায়ী তারা সোয়াতে ফিরেছে। সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, সশস্ত্র এই জঙ্গিরা এখন সোয়াতের বিভিন্ন এলাকা দখল করে চেক পয়েন্ট বসিয়েছে এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাদি করছে। যারা চাঁদা দিতে চায় না তাদেরকে হুমকি দেয়া হচ্ছে কিংবা হত্যা করা হচ্ছে। সূত্র বলছে, আফগানিস্তান থেকে ফিরে এই তালেবান জঙ্গিরা সেই আগের মতো আচরণ করতে শুরু করেছে। এরইমধ্যে এক পুলিশকে অপহরণ করেছে তারা। এছাড়া টার্গেট করে হত্যার খবরও পাওয়া গেছে।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্টে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় জঙ্গিদের ফিরে আসার বিষয়টি সম্পর্কে সচেতন রয়েছে পুলিশ। এক বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়া পুলিশ জানায়, আমরা পুরোপুরি সচেতন আছি যে কিছু মানুষ আফগানিস্তান থেকে সোয়াতে ফিরে এসেছে এবং পাহাড়ি এলাকাগুলোতে অবস্থান নিয়েছে। এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার তা করা হবে। সোয়াতে সন্ত্রাসবাদের কোনো জায়গা হবে না। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে এক আর্মি অফিসার এবং পুলিশ সদস্যকে বন্দি করে রেখেছে তেহরিক-ই-তালেবান।

বিজ্ঞাপন
ওই ভিডিও নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জঙ্গিদের ভালোবাসতেন। খুব সম্ভবত খাইবার পাখতুনখাওয়ার সরকার এবং ইমরান খান এই জঙ্গিদের ব্যবহার করে পাকিস্তানের ক্ষমতা দখল করতে চাইছে। 

জানা গেছে, সোয়াতের বেশ কয়েকটি এলাকা এরইমধ্যে দখলে নিয়েছে তালেবান। উত্তর ওয়াজিরিস্তানেও অনেক জঙ্গিরা ফিরে এসেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে মালাকান্দ এলাকা থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে নেয়া হয়েছে। সোয়াতে শুধুমাত্র একটি ইউনিট মোতায়েন আছে। সেনাবাহিনী সরে আসা মানে স্থানীয় পুলিশকেই সব সামলাতে হবে। তবে তালেবানের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছেন। তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। 

তালেবান সদস্যরা বালাসুর টপ এলাকায় চেক পোস্ট বানিয়েছে। মাটা তেহসিল এলাকায়ও অস্ত্রসহ টহল দিতে দেখা যায় তাদের। বার শোর, নামাল, গাট পেউচারসহ আরও অনেক জায়গাতেই এখন তারা নিয়ন্ত্রণ নিয়েছে। এই গোষ্ঠীটি জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যুক্ত বলে বিশ্বাস করা হয়।

পাকিস্তানের বিভিন্ন অংশে গত দুই দশক ধরে হামলা চালিয়ে আসছে তারা। সামরিক ঘাঁটিগুলো তাদের হামলার প্রধান টার্গেট। এছাড়া রাজধানী ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলেও বোমা হামলা চালায় তারা। 
জঙ্গিদের থামাতে আফগানিস্তানের সঙ্গে ২৬০০ কিলোমিটারের কাটাতার নির্মাণ করছে পাকিস্তান। এতে স্থানীয় জঙ্গিরা আফগানিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে আফগানিস্তানের তালেবান পাকিস্তানের কাটাতার নির্মানে বাঁধা সৃষ্টি করছে। তবে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তান সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে। সীমান্তে নতুন নতুন পোস্ট তৈরি করছে দেশটি।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status