ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

‘স্ত্রী ও দুই সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান ইউপি সদস্য’

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, শনিবার
mzamin

‘আমার ভাই কই, আমার ভাইরে আইন্যা দেন। ভাই কী করছে যে পুরাইয়া মারছে।’ এভাবেই কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন পুড়িয়ে হত্যার শিকার নিহত ইউপি সদস্য শামীমের বোন। বোনের চিৎকারে সবাই নিস্তব্ধ হয়ে যায়। শামীমের মা যেন বাকরুদ্ধ।  বরগুনার বেতাগীতে গত মঙ্গলবার ইউপি সদস্যকে ঘরে তালাবদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময়  ঘুমিয়ে থাকা ২ সন্তান ও স্ত্রীকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন শামীম। তাদের বাঁচাতে নিজেকে আগুনের সামনে দাঁড় করিয়ে দেন। এতে শামীমের শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় সস্ত্রীক উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠায়। একদিন না যেতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম।

বিজ্ঞাপন
স্বজনদের কাছে মারা যাওয়ার খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারের মা-বোনেরা কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছেন। শামীমের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, ‘আগুন থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে শামীমের দুই হাত, পিঠ, ঘাড় এবং মাথার চুলসহ শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। গত মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লোকজন। এ সময় তারা তালাবদ্ধ ঘরের মধ্যে থেকে ইউপি সদস্য শামীম ও তার স্ত্রী সুচিকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। মুহূর্তেই আগুনে ইলেক্ট্রনিক্স জিনিসপত্রে বিস্ফোরণ হয় এবং স্বর্ণালংকারসহ আসবাবপত্র পুড়ে যায়। ইউপি সদস্যের পরিবার আরও জানান, তাদের পরিবারকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ২০১৯ সালেও ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে আগুন দেয়া হয়েছিল। ঠিক তেমনি ঘরে পেট্রোল ঢেলে আগুন দেয়। সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান শিপন বলেন, ‘ইউপি সদস্য খান শামীম পরিষদের একজন সদা হাস্যোজ্জ্বল মেম্বার। আমি একজন চেয়ারম্যান হিসেবে এর সুষ্ঠু বিচার চাই। বেতাগী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিবি, ডিএসবিসহ আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড পরিকল্পিত এটি নিশ্চিত। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে। উল্লেখ্য, গত ৯ই আগস্ট গভীররাতে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড সংলগ্ন ইউপি সদস্যের নিজ বাড়িতে তালাবদ্ধ করে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং সস্ত্রীক ইউপি সদস্য খান ফারুক আহম্মেদ শামীমকে হত্যাচেষ্টা করেন। অগ্নিদগ্ধ ওই ইউপি সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিম থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসারত ওই ইউপি সদস্য মারা যান। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status