ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গ্রামছাড়া ২ প্রবাসীর পরিবার, খুন করে লাশ গুমের হুমকি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
১৩ আগস্ট ২০২২, শনিবার

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামছাড়া দুই প্রবাসীর পরিবার। দু-সপ্তাহের বেশি সময় ধরে জেলা শহরে এক আত্মীয়ের বাড়িতে থাকছেন তারা। বাড়ি ফিরলে খুন করে লাশ গুমের হুমকি দেয়া হয়েছে তাদের। এর আগে গত ৩ বছর ধরে জায়গা-জমি দখলে দেবরের নির্যাতন সয়ে আসছিলো পরিবার দুটো। শেষমেষ তাদের বাড়ি থেকে বের করে ঘরে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী লাল চাঁন মিয়ার স্ত্রী বানু বেগম সম্প্রতি পুলিশ সুপারের কাছে এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ই আগস্ট শ্বশুর আবু তাহের মিয়ার কাছ থেকে ৫২৪৯ নম্বর সাফ কবলা দলিলমূলে প্রথমে ১৮ শতক এবং ২০১১ সালের ৩রা এপ্রিল ২৬৩৪ নম্বর সাফ কবলা দলিলমূলে আরও ৫ শতক জায়গা কেনেন বানু বেগম। ক্রয় করা জায়গায় বসবাস করে আসছিলেন তারা। বানুর সঙ্গে ওই জায়গাতে বসবাস ছিল তার দেবর মালেশিয়া প্রবাসী আমিন মিয়ার পরিবারের। ৪-৫ মাস আগে ক্রয় করা ২৩ শতক জায়গার সাড়ে ৩ শতক অংশে ভবন নির্মাণের কাজ শুরু করেন বানু।

বিজ্ঞাপন
তখনই দেবর শাহজালাল মিয়া আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে এসে ভবন নির্মাণের কাজে বাধা দেন। এর কারণ জানতে চাইলে বানুর কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন শাহজালাল। এ ঘটনার পরপরই বানু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেবরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এর জের ধরে গত ২৯শে জুলাই শাহজালাল আবারো তার সঙ্গীসাথী নিয়ে প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী বানু ও তাহমীনা বেগমকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে শাহজালাল ও তার লোকজন বানুর ঘরে ঢুকে আসবাব ভাঙচুর করে স্টিলের আলমারি থেকে ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বানু ও তাহমিনার কাছ থেকে ৫৫ হাজার টাকা মূল্যের দু’টি মোবাইল সেট ছিনিয়ে নেয় দেবর শাহজালাল। তাদের মারধরে আহত হয়ে বানু ও তাহমিনা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরে তারা বানুর বড় বোনের বাড়িতে আশ্রয় নেন। শাহজালাল বাড়ি ফাকা পেয়ে বানুর দু’টি গাভী চুরি করে নিয়ে যায়। শাহজালাল ও তার লোকজন একপর্যায়ে বানু ও তাহমিনার বসতঘরে  তালা ঝুলিয়ে দেন। বাড়িতে গেলে বানুকে মেরে লাশ গুম করে ফেলবে বলে গ্রামে বলে বেড়াচ্ছে শাহজালাল।  সরজমিন রসুলপুর গ্রামে গিয়ে ২ প্রবাসীর পরিবারের ৩টি বসতঘরে তালা ঝুলতে দেখা গেছে। শ্বশুরের কাছ থেকে কেনা জায়গার একটি অংশে বানুর পাকা ঘর নির্মাণের কয়েকটি পিলার চোখে পড়ে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় নিমার্ণসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। বানু বেগম বলেন, শ্বশুরের কাছ থেকে আমি ২৩ শতক জায়গা নিজের নামে ক্রয় করেছি। যার বিএস রেকর্ডও আমার নামে। দেবর শাহজালালের বসতঘরও আমার কেনা জায়গায় পড়েছে। কিন্তু সেই এখন আমাকে ভবন নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবি করেছে। মারধর করে আহত করেছে। পরে আমাদের বসতঘরে তালা ঝুলিয়েছে। এখন হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে যাচ্ছে। চেয়ারম্যান ও গোষ্ঠির সরদারের কাছে গিয়েও কোনো সহায়তা পায়নি। উল্টো আমাকে দোষারোপ করছে।  শ্বশুর আবু তাহের মিয়া বড় ছেলের স্ত্রী বানুর কাছে ২৩ শতক জায়গা বিক্রির কথা স্বীকার করেন। তবে বানু বিএস খতিয়ানে জায়গা বেশি রেকর্ড করে নিয়েছে বলে জানান তিনি। এ সময় ২৩ শতক জায়গার বিএস খতিয়ান রেকর্ড দেখালে চুপ হয়ে যান তাহের মিয়া। তার ভাতিজা গোষ্ঠীর সরদার রমজান আলী মোল্লা বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করলেও বানু সাড়া দেয়নি। চেয়ারম্যানসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছে। আর আমরাই তাদের ঘরে তালা ঝুলিয়েছি নিরাপত্তার জন্য। তারা থাকতে চাইলে খুলে দিব। বিষয়টি আমরা সমাধান করে দিব। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, ঘটনার বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে দেখবেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status