ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দেশের সকল চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, শনিবার
mzamin

৩শ’ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে ৪র্থ দিনের মতো ও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে চা শ্রমিকরা। গতকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গলের ৪২টিসহ দেশের ২৩১টি চা বাগানে একযোগে স্থানীয় বাগান পঞ্চায়েত সভাপতি-সম্পাদকের নেতৃত্বে কর্মবিরতি পালনকালে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চা বাগানগুলো। গতকাল বিকাল পর্যন্ত বেঁধে দেয়া সময়ে মালিক পক্ষের কাছ থেকে সন্তোষজনক আশ্বাস না পেয়ে শনিবার থেকে সারা দেশের চা বাগানগুলোতে পূর্ণ কর্মদিবসের মতো লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে চা শ্রমিকদের কেন্দ্রীয় সংগঠন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা। এদিকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিক নেতাদের নিয়ে গত বৃহস্পতিবার বিকালে সমঝোতা বৈঠক করেছে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তর। সমঝোতা বৈঠকে মালিক পক্ষ না থাকায় আন্দোলন স্থগিত না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। বৈঠকে বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পঙ্কজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পালসহ চা শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালী কমিটির সভাপতিরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, পেট খালি থাকলে প্রয়োজন পড়লে মানুষ আইনের বাইরে যায়। আমরা সেখানে আইন মেনেই আন্দোলন করছি। প্রায় ১৯ মাস ধরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করলেও আমাদের দাবি মেনে নেয়া হয়নি। চা শ্রমিকরা কি নিদারুণ কষ্টে আছেন তা মালিক পক্ষ ও সরকারকে বোঝা উচিত।

বিজ্ঞাপন
আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবো। চা বাগানের নারী শ্রমিক উমা হাজরা বলেন, আমরা ১২০ টাকা মজুরি পাই, এদিয়ে আমাদের চলে না। আমরা অনেক কষ্ট করে জীবন কাটাই। চায়ের দাম ও উৎপাদন বাড়ে,  আমাদের মজুরি কেন বাড়বে না।  বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা বলেন, চা শ্রমিকদের একদিনের মজুরি দিয়ে দুই কেজি চাল কেনা সম্ভব না। শ্রমিকরা কি নিদারুণ কষ্টে রয়েছেন তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।  এদিকে গতকাল চা শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় কর্মবিরতি পালনরত সাতগাঁও চা বাগানের নাট মন্দিরে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, শ্রমিকদের মজুরি ৩শ’ টাকা করার এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা উচিত। তিনি আরও বলেন আমরা চা শিল্পের ক্ষতি চাই না। আমরা চাই চা শিল্প বেঁচে থাকুক। চা শিল্প বেঁচে থাকলে শ্রমিকরাও বাঁচবে। তাই চা শিল্প টিকিয়ে রাখতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে আগে তাদের বাঁচিয়ে রাখতে হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status