ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দুই যুগেও এমপিওভুক্ত হয়নি নবীনগর মহিলা কলেজের ডিগ্রি বিভাগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, শনিবার

প্রতিষ্ঠার দুই যুগ পেরুলেও নবীনগর মহিলা কলেজের ডিগ্রি বিভাগটি এমপিওভুক্ত হয়নি। কলেজটি সরকারিকরণের দাবি শিক্ষার্থীদের। নারী শিক্ষার প্রসারে দু’যুগ ধরে আলো ছড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর মহিলা ডিগ্রি কলেজটি। ১৯৯৮ সালের ২২শে জুলাই কলেজটি প্রতিষ্ঠা করেন তৎকালীন এমপি ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম এডভোকেট আব্দুল লতিফ। মরহুম সংসদ সদস্য এডভোকেট আব্দুল লতিফ তার নিজস্ব তহবিল হতে শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে নারী শিক্ষার প্রসারে উপজেলার একমাত্র মহিলা কলেজটিকে দাঁড় করিয়েছেন। নারী শিক্ষা বিস্তারে প্রয়াত এই সংসদ সদস্যের অবদান অনস্বীকার্য। কলেজটি হওয়ায় নবীনগরের গরিব-অসহাপরিবারের উচ্চ শিক্ষা বঞ্চিত মেয়েরা সহজে  লেখাপড়া করার সুযোগ পেয়ে এলাকার নারী শিক্ষার ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি সাধন করেছে। তাদের অনেকেই আজ সরকারি বেসরকারি পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত নবীনগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অক্ষুণ্ন রেখে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২৬ জন শিক্ষকের পাঠদানে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিভাগে শিক্ষা গ্রহণ করছেন।

বিজ্ঞাপন
প্রতিবছর এইচএসসি পরীক্ষায় রেকর্ডসংখ্যক বৃত্তি এবং জিপিএ-৫ পেয়ে আশানুরূপ ফলাফল করে আসছে। এ বছর এইচএসসিতে পাসের হার ছিল ৯১.৭৫%। এইচএসসিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগের পাশাপাশি বর্তমানে ডিগ্রি কোর্সও রয়েছে কলেজটিতে। এছাড়াও স্টাডি সেন্টারের অধীনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস প্রোগ্রাম চালু আছে এই কলেজে। নান্দনিক এই কলেজের পাঠদান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী  জানান, দ্রুত কলেজটিকে সরকারিকরণ করা হলে শিক্ষাক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে। অভিভাবক নাছির মিয়া  ও ফাতেমা বলেন, মেয়েদের নিরাপত্তার পাশাপাশি শিক্ষার মান সম্পর্কে অবগত হয়েই এই কলেজে নিজ সন্তানকে ভর্তি করিয়েছি। কলেজের  সিনিয়র শিক্ষক জাকির হোসেন  ও  শুক্লা ভট্টাচার্য’র দাবি  অচিরেই যেন কলেজের ডিগ্রি বিভাগটি এমপিওভুক্ত করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, কলেজের ডিগ্রি বিভাগটি এমপিওভুক্ত করার  জোর দাবি জানান। নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নবীনগর উপজেলার মুখ উজ্জ্বল করেছে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status