ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

চার দেয়ালের মধ্যে তিনটি পরিবারের মানবেতর জীবনযাপন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, শনিবার
mzamin

মাদারীপুরের কালকিনিতে বসতঘরের চারপাশে দেয়াল তৈরি করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন প্রভাশালীদের বিরুদ্ধে। এতে তিন বছর ধরে তিনটি পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় উপজেলা ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। জানা যায়, পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের মহব্বত আলী চৌধুরীর সৌদি প্রবাসী ছেলে শহীদুল ইসলাম চৌধুরী জীবিকার তাগিদে ১৫ বছর ধরে সৌদি আরবে থাকেন। তার পরিবারে স্ত্রী আর তিন মেয়ে বসবাস করেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামে। ২০১৬ সালে ওই সৌদি প্রবাসী জমি কিনে নির্মাণ করেন একটি বসতঘর। বাড়ি নির্মাণকালে যাতায়াতের জন্য ৬ ফুটের বেশি রাস্তা ছিল। কিন্তু গত তিনবছর ধরে প্রভাবশালী প্রতিবেশী বাদল সরদার ও লিটন সরদার এবং এসকেন্দার আলী তাদের জমিতে সৌদি প্রবাসীর বাড়ির চারপাশে দেয়াল নির্মাণ করেন। এতে দেয়াল টপকিয়ে যাতায়াত করতে হয়।

বিজ্ঞাপন
আবার পরিবারের অন্য সদস্যদের পেছনের একটি ছোটপকেট গেইট দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সেটিও বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়ে আসছে অভিযুক্তরা।  এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন মানবজমিনকে জানান, তিনটি পরিবারকে জিম্মির মাধ্যমে উচ্ছেদ করে জায়গাটিতে অত্যাধুনিক মার্কেট নির্মাণের পাঁয়তারা চলছে। এজন্য নিরীহ পরিবার তিনটির ওপর চলছে এমন অমানবিক নির্যাতন। এর দ্রুত সুরাহা হওয়া দরকার। ভুক্তভোগী সৌদি প্রবাসী শহিদুল ইসলাম চৌধুরী বলেন, তিন বছর ধরে এই অবস্থা চললেও কোনো প্রতিকার পাচ্ছি না। পরিবারে তিন মেয়ে ও স্ত্রী থাকে। আমি সৌদি আরব থাকায় বেশ ঝামেলায় পড়েছি। স্বামীহারা আমেনা বেগম বলেন, ঘর থেকে বের হলেই দেখি দেয়াল। বাজার-সদাই সবকিছু আনতেই সমস্যার মুখে পড়ছি। কেউ এখন পাশে নেই। ইলিয়াস হাওলাদারের স্ত্রী রাজিয়া বেগম বলেন, দেয়াল নির্মাণ করে তারা বলে পেছনে সরকারি নতুন রাস্তা হচ্ছে, সেখান দিয়ে যাতায়াত করতে। এটা বড়ই কঠিন। অভিযুক্ত এসকেন্দার আলী বলেন, আমরা আমাদের জায়গায় দেয়াল দিয়েছি। অন্য কারো জায়গায় দেয়াল দেয়নি। পেছনের দিক দিয়ে সরকারি রাস্তা নির্মাণ হচ্ছে, সেখান দিয়ে ওই পরিবারের লোকজন যাতায়াত করবে। যারা অভিযোগ করেছে, তাদের অভিযোগ সত্য নয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন মানবজমিনকে বলেন, খবর পেয়ে আমি ও থানার ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান খান বলেন, অভিযোগ পেয়ে সরজমিন  পৌর তহশিলদার ও সার্ভেয়ার পরির্দশন করেছেন। কোনো অবস্থাতেই এই পরিবারগুলোকে জিম্মি হতে দেয়া হবে না। এ ব্যাপরে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা মানবজমিনকে বলেন, উপজেলা প্রশাসন, মেয়র ও কাউন্সিলর মিলে এ সমস্যার একটি সমাধানের চেষ্টা চলছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status