ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কয়রার স্বাস্থ্যসেবা বঞ্চিত ২ লক্ষাধিক মানুষ

রিয়াছাদ আলী, কয়রা (খুলনা) থেকে
১৩ আগস্ট ২০২২, শনিবার

উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলা সদরে একটি সরকারি হাসপাতাল না থাকায় প্রায় ২ লক্ষাধিক মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিনিয়ত এ জনপদের মানুষ অসুস্থ হলে প্রায় ১৫ কিলোমিটার দূরে জায়গীর মহল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। কয়রাবাসীর প্রাণের দাবি কয়রা সদরে ১টি হাসপাতাল নির্মাণ করা হলে এ এলাকার মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এলাকাবাসী জানায়, কয়রা সদরে কোনো সরকারি হাসপাতাল না থাকায় উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ সাধারণ মানুষ অসুস্থ হলে জায়গীর মহল হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নিতে হয়। বিশেষ করে উপজেলার সর্ব দক্ষিণে উত্তর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মানুষদের কাছে চিকিৎসাসেবা শুধু স্বপ্ন। ঐ দুটি ইউনিয়ন থেকে কয়রা হাসপাতালের দূরত্ব প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অনেক অসুস্থ মানুষ চিকিৎসাসেবা নিতে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়তে হয়েছে। কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আব্দুল মালেক বলেন, সুন্দরবন সংলগ্ন কয়রা সদরে একটি হাসপাতাল খুবই জরুরি। উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে দক্ষিণ বেদকাশি, উত্তর বেদকাশি, কয়রা সদর, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত কয়রা সদর আর এই প্রাণকেন্দ্রে একটি হাসপাতাল নির্মাণের দাবি দীর্ঘদিনের। উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি বলেন, জনবান্ধব এই সরকারের কাছে কয়রাবাসীর প্রাণের দাবি অবিলম্বে কয়রা সদরে একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হোক।

বিজ্ঞাপন
দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল বলেন, তার এলাকার সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়লে খুলনা যেয়ে চিকিৎসাসেবা নিতে হয়। জায়গীর মহল হাসপাতালে যাওয়া জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় লঞ্চযোগে খুলনায় যেতে হয়। গরিব অসহায় মানুষের জন্য সেটি হয়ে ওঠে খুবই কষ্টসাধ্য। তাই তিনি অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে কয়রা সদরে একটি হাসপাতাল নির্মাণ জরুরি বলে মন্তব্য করেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. মোহাঃ শেখ শহীদ উল্লাহ বলেন, দুর্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা কয়রা সদরে একটি হাসপাতাল প্রয়োজন।   তিনি কয়রা সদরে একটি হাসপাতাল নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। খুলনা জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজাত আহমেদ বলেন, কয়রা সদরে একটি হাসপাতাল নির্মাণের বিষয়টি সময়ের দাবিতে পরিণত হয়েছে। এজন্য তিনি সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status