ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কয়রায় সড়কের দুই পাশে গর্ত, জনদুর্ভোগ চরমে

কয়রা (খুলনা) প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, শনিবার

খুলনার কয়রা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের (এলজিইডি) আওতাধীন জনগুরুত্বপূর্ণ একটি সড়কের দু’পাশে গর্ত খুঁড়ে প্রায় এক বছর ধরে ফেলে রেখেছেন ঠিকাদার। খুঁড়ে রাখা গর্তে পানি ও কাদা জমে বর্তমানে মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ওই সড়ক দিয়ে দীর্ঘদিন যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ। সেই সঙ্গে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।  শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রায় দুই বছর ধরে ওই সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। দুর্ভোগ বেড়েছে। কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম বলেন, সড়কটির সংস্কার কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদেরকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, কয়রা-মদিনবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মোড় থেকে ৪ নম্বর কয়রা অভিমুখে সড়কটি ২০২০ সালে প্রাকৃতিক দুর্যোগ আম্পানে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হলে মেসার্স রাকা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। এক কোটি ২৩ লাখ টাকা বরাদ্দের এ কাজটির মেয়াদ ৩০শে জুন শেষ হয়েছে।

বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির ঠিকাদার তপন কুমার বলেন, কাজের মেয়াদ দুই মাস বাড়ানোর জন্য আবেদন করেছি। অনুমোদন পেলে আশা করছি এর মধ্যে কাজ শেষ করতে পারবো। কাজের দায়িত্বে নিয়োজিত এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের বলেন, কাজটি যথা সময়ে শেষ করতে ঠিকাদারকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। পরবর্তীতে তার কার্যাদেশ ও জামানত বাতিলের জন্য সুপারিশ করা হয়। এ অবস্থায় ঠিকাদার কাজ শেষ করতে দুই মাসের সময় চেয়ে আবেদন করেছেন বলে জানি। সরজমিন দেখা গেছে, সড়কের কয়েকটি স্থানে অল্পসংখ্যক শ্রমিক মাটি সরানোর চেষ্টা করছেন। কয়েক জায়গায় কিছু ইট বসাতেও দেখা গেছে। শ্রমিকরা জানান, কাজের সাইটে প্রয়োজনীয় মালামাল না থাকায় মূল কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয়ভাবে ওইসব গর্তে পুরনো খোয়া বালি ফেলে ভরাট করা হয়েছে। জানতে চাইলে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ঠিকাদার কাজ শেষ করতে সময় চেয়ে আবেদন করেছেন। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশ দিয়েছি। ওই সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status