ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

বিসিআই আয়োজিত গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৩ মে ২০২৫, শনিবার, ৫:৪৫ অপরাহ্ন

mzamin

শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে ম্যানুফ্যাকচারিং ইন্ডাষ্ট্রি বিশেষ করে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা সমূহ নিয়ে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি অনুষ্ঠান পরিচালনা করেন। বিসিআই ধারাবাহিক ভাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাষ্ট্রি বিশেষ করে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা সমূহ নিয়ে মতবিনিময়ের জন্য খাত ভিত্তিক বিভিন্ন স্টেকহোল্ডারকে আমন্ত্রণ জানিয়ে তাদের কাছ থেকে নিজ নিজ সেক্টরের সমস্যা সমূহ চিহ্নিত করে সমাধানের পথ বের করার জন্য কাজ করছে। আর এরই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিনিধিবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়। 
সভায় প্রীতি চক্রবর্তী, ঊর্ধ্বতন সহ-সভাপতি, বিসিআই, শহীদুল ইসলাম নিরু, পরিচালক, বিসিআই, জাহাঙ্গির আলম, পরিচালক, বিসিআই, শাহেদুল ইসলাম (হেলাল), সাবেক সভাপতি, বিসিআই, ওবায়দুর রহমান, সভাপতি, বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, আলি জামান, সভাপতি, এসএমই ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, মো. আব্দুর রাজ্জাক, সভাপতি, বিইআইওএ, ইঞ্জি: উৎপল কুমার দাস, সভাপতি, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, ইসমাত জেরিন খান, সদস্য, বিসিআই, ড. সৈয়দ ইহছানুল করিম, সাবেক পরিচালক (টিটিআই) বিটাক, শাহরিয়ার আহমেদ, পরিচালক , বিইআইওএ, সঞ্জয় পাল, সিনিয়র ম্যানেজার (এসএমই ব্যাংকিং) সিমান্ত ব্যাংক পিএলসি, একেএম জাহিদুল হক, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, পিকেএসএফ, হাবিবুর রহমান, জয়েন্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক, মো: খালেদ আবু নাসের, সাবেক পরিচালক, বাংলাদেশ কম্পিটিশন কমিশন, মঈনুল ইসলাম, উপব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন, মো: মাহমুদুল আলম, সদস্য, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, দিলিপ মজুমদার, সদস্য, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, ড. ইঞ্জিনিয়ার মাজহারুল হাবিব, অতিরিক্ত পরিচালক ও কেন্দ্র প্রধান, বিটাক, মো: শেখ সাদি, সদস্য, এগরিকালচার মেশিনারিজ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, মাকসুমুল আজিম, ডেপুটি হেড অফ অপারেশনস অ্যান্ড লজিস্টিকস উত্তরা মটোরস লি. প্রমূখ উপস্থিত থেকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা সমূহ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সকলের বক্তব্য শুনে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, বিসিআই দেশে নতুন উদ্যোক্তা, মাইক্রো ও স্মল শিল্প উদ্যোক্তা সৃষ্টি এবং উন্নয়নে কাজ  করে চলেছে বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু ইকোনোমি, চামড়াজাত পণ্য ইত্যাদি খাতের উন্নয়নে কাজ করছে। এছাড়াও, স্থানীয় সকল শিল্পের সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে বিসিআই কাজ করে চলেছে। আজকের এই সভায় বিভিন্ন সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখানে ঋণ ব্যবস্থা, পরিবেশ সার্টিফিকেশন, নারী উদ্দ্যোক্তাদের ঋণ প্রাপ্তির প্রতিবন্ধকতা, মূসক ও কর ব্যবস্থাপনা, সার্টিফিকেশন, বাজার ব্যবস্থাপনা, প্রতিযোগিতা আইনের বাস্তবায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সকল খাতের মতামত নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ ও তাদের সাথে আলোচনা করে এ খাতের সমস্যা দূর করে কি ভাবে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন করা যায় সে বিষয়ে বিসিআই উদ্যোগ গ্রহণ করবে। বিসিআই সভাপতি আরও বলেন, সরকারের সাথে আলোচনার পূর্বে খাতভিত্তিক সমস্যাসমূহ সংশ্লিষ্ট খাতের নেতৃবৃন্দকে নিয়ে চূড়ান্ত করা হবে এবং আলোচনার সময় ও তাদেরকে প্রতিনিধি দলে রাখা হবে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status