ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

দেশে বিওয়াইডি’র নতুন গাড়ি: মাত্র ৩০০ টাকায় ১০০ কিলোমিটার

অর্থনৈতিক রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৩৩ অপরাহ্ন

mzamin

জ্বালানি ও চার্জ দুই মাধ্যমেই চলতে সক্ষম হাইব্রিড প্রযুক্তির এসইউভি ‘সিলায়ন-৬’ আনলো সিজি-রানার বাংলাদেশ। ‘বিওয়াইডি সিলায়ন-৬’ মডেলের পরিবেশবান্ধব গাড়িটি এক চার্জে ও ফুল ট্যাংক জ্বালানিতে চলবে ১ হাজার ৯২ কিলোমিটার পথ। জ্বালানি ও চার্জ এই দুই মাধ্যমে গাড়িটি চালালে প্রতি কিলোমিটার ৪ টাকা ১২ পয়সা খরচ হবে। শুধু ব্যাটারিতে চালালে প্রতি কিলোমিটারে ৩ টাকার কম খরচ হবে। পূর্ণ এক চার্জে গাড়িটি চলবে ১০০ কিলোমিটার। অর্থাৎ মাত্র ৩০০ টাকার কম খরচে গাড়িটি চলবে ১০০ কিলোমিটার।

অনেকের ধারণা বিওয়াইডি শুধু বৈদ্যুতিক গাড়িই তৈরি করে। আসলে কোম্পানিটি জ্বালানিতে চলে এমন গাড়িও প্রস্তুত করে। বাংলাদেশের ক্রেতাদের কথা মাথায় রেখে সে রকম অর্থাৎ জ্বালানি ও বৈদ্যুতিক চার্জ উভয় পদ্ধতিতে চালিত একটি গাড়ি নিয়ে এসেছে সিজি রানার বাংলাদেশ।

আমন্ত্রিত সাংবাদিক ও অতিথিদের সিলায়ন-৬ মডেলের গাড়িতে ভ্রমণের অভিজ্ঞতা দিতে সিজি রানার বাংলাদেশ মঙ্গলবার ‘বিওয়াইডি মিডিয়া ড্রাইভ’ শীর্ষক একটি ইভেন্টের আয়োজন করে। গাড়িটির পারফরম্যান্স ও সুবিধা সরজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁওয়ের বিওয়াইডি ফ্ল্যাগশিপ বিক্রয়কেন্দ্র থেকে শুরু করে মাওয়ার হিলশা রেস্তোরাঁ পর্যন্ত সাংবাদিক ও অতিথিদের নেয়া হয়। দিনব্যাপী এই আয়োজনে বিওয়াইডি সিলিয়ন-৬-এ চড়ার মাধ্যমে এক আধুনিক, আরামদায়ক ও স্মার্ট ড্রাইভিং বা ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া গেছে বলে জানান সাংবাদিক ও অতিথিরা। এর আগে গত মঙ্গলবার বিশ্বখ্যাত চীনা অটোমোবাইল ব্র্যান্ড বিওয়াইডি’র মডেলটি উন্মোচিত করা হয়।

সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। প্রায় ৪৫ কিলোমিটার দূরত্বের যাত্রায় মাওয়া এক্সপ্রেসওয়ের মসৃণ পথ যেন বিওয়াইডি সিলিয়ন-৬-এর কার্যদক্ষতা (পারফরম্যান্স) প্রদর্শনের এক আদর্শ পথ হয়ে উঠেছিল। আসা-যাওয়া মিলিয়ে ঘণ্টা তিনেকের এই ভ্রমণ ছিল দারুণ।

বিওয়াইডি সিলায়ন-৬ মূলত একটি হাইব্রিড ধরনের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল)। আধুনিক প্রযুক্তি আর চমৎকার কার্যক্ষমতার এক দারুণ সংমিশ্রণে তৈরি করা হয়েছে এ গাড়ি। ওসেন অ্যাসথেটিকস ধারণা অনুযায়ী নকশা করা হয় গাড়িটির। তাই এটির নামকরণও করা হয় সামুদ্রিক প্রাণী সিলায়নের নামে।

এসইউভিটির সামনের দিকে রয়েছে বড় ফ্রন্ট গ্রিল, স্লিক এলইডি হেডলাইট ও স্কাল্পটেড বডি শেপ, যা গাড়িকে একটি প্রিমিয়াম স্পোর্টিং লুক দিয়েছে। গাড়ির ১ হাজার ৯৪০ কেজি ওজন ও ৭ ইঞ্চির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বৈশিষ্ট্য, শহরের রাস্তাসহ অফ-রোড বা লম্বা হাইওয়ে ট্রিপেও অনায়াসে মানিয়ে চলতে সক্ষম বলে জানানো হয়। গাড়িটিতে ভ্রমণ করেও সে প্রমাণই পাওয়া গেল।

বিওয়াইডি সিলায়ন-৬ একটি প্লাগ-ইন হাইব্রিড গাড়ি। এতে রয়েছে ডিএমআই প্লাগ-ইন হাইব্রিড ধরনের অকটেন ইঞ্জিন ও শক্তিশালী ইলেকট্রিক মোটর, যা শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র ৮.৫ সেকেন্ড। হাইওয়েতে চলার সময় মনে হয়েছে গাড়িটি ঝাঁকুনিহীন। গাড়িটিতে রয়েছে প্যানারোমিক সানরুফ। ফলে দূরের যাত্রায় মাথার ওপরের এই ছাদ খুলে নীল আকাশও উপভোগ করা যায়।

সিজি রানার বাংলাদেশের কর্মকর্তারা জানান, বিওয়াইডি সিলায়ন-৬-এ রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। এতে আছে লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিংয়ের মতো আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য। গাড়িটির ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ নকশা ও সুবিধাগুলো বেশ আকর্ষণীয়। যেমন এতে কৃত্রিম (সিনথেটিক) চামড়ার সিট, ১৫.৬ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, ইনফিনিটি ব্র্যান্ডের ১০টি স্পিকারের সাউন্ড সিস্টেম ও মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল পদ্ধতি এটিকে বিশেষ উপভোগ্য করেছে। এ ছাড়া সবচেয়ে আকর্ষণীয় ছিল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ভয়েস কমান্ডের মাধ্যমে গাড়ির জানালা, এসি, সানরুফ ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।

এ ছাড়া ১০টি ক্যামেরার মাধ্যমে ৩৬০ ডিগ্রির এইচডি ক্যামেরা ও ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে অধিকতর সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলেছে। এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে গাড়িটি (ইকো, নরমাল ও স্পোর্টস)। সিলায়ন-৬ হারবার গ্রে, স্টোন গ্রে, আর্কটিক হোয়াইট ও ডিলান ব্ল্যাক—এই চার রঙে পাওয়া যাচ্ছে। প্রথম ২০০ জন ক্রেতার জন্য গাড়িটির দাম ৬৩ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ক্রেতারা চাইলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দামের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নিয়ে গাড়িটি কিনতে পারবেন।

গাড়ির সামনে চাইলে যে কেউ তার মোবাইল ফোনে তারবিহীন চার্জ দিতে পারবেন। এ ছাড়া সামনে ও পেছনে ইউএসবি ও টাইপ সি চার্জিং পদ্ধতি রয়েছে। ধরা যাক, কেউ ১০ তলা বাড়ি থেকে গাড়ির চাবি নিয়ে নামতে ভুলে গেলে পকেটে থাকা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) কার্ড দিয়ে চালাতে পারবেন গাড়িটি।

বিওয়াইডি’র গ্রাহকসেবা বিশেষজ্ঞ রেজওয়ান রহমান বলেন, বিওয়াইডি সিলায়ন-৬ একটা প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি। এটার সুবিধা হচ্ছে শুধু ইলেকট্রিক চার্জেও চালানো যায়। প্রয়োজন হলে রেগুলার তেলের গাড়ির মতো চালানো সম্ভব।

সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি ওয়ারেন্টি সুবিধা মিলবে এই গাড়িতে। এর মধ্যে ব্যাটারি ও ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর এবং অন্যান্য প্রধান যন্ত্রাংশের জন্য ৬ বছরের ওয়ারেন্টি রয়েছে।

বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপক চার্লস রেন বলেন, ‘বিওয়াইডি সিলায়ন-৬ গাড়ি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যা আমাদের এটাকে আরও বেশি পরিবেশবান্ধব ও শক্তিশালী করে তুলেছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও সাশ্রয়ী ও উন্নত প্রযুক্তির গাড়ি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।’

প্রথম ২০০ জন ক্রেতার জন্য গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। তবে ডলারের দাম কমলে গাড়িটির মূল্যও কমতে পারে বলে জানিয়েছে প্রধান মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের। ৭০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণের সুবিধাও রয়েছে। গাড়ির ব্যাটারি ও ড্রাইভ ইউনিটে ৮ বছর এবং অন্যান্য অংশে ৬ বছরের ওয়ারেন্টি দেয়া হবে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status