ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে -আইজিপি

স্টাফ রিপোর্টার
১২ আগস্ট ২০২২, শুক্রবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব ইউনিটের প্রধানদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গতকাল পুলিশ সদও দপ্তরে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন আইজিপি। বেনজীর আহমেদ বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের চলাচল ও অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি দেয়ার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে পুলিশি টহল জোরদার ও বিট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ স্থানে উপস্থিতি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনাও দেন তিনি।  জাতীয় শোক দিবসে গণভোজে খাবার বিতরণের সময় বিট পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। সভায় অতিরিক্ত আইজি (এডমিনিস্ট্রেশন) মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেন, ডিআইজি (অপারেশন্স) মো. হায়দার আলী খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status