ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

অ্যাস্টন ভিলার দুর্দান্ত প্রত্যাবর্তনের পরও সেমিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক

(৪ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:০৪ অপরাহ্ন

mzamin

ঘরের মাঠে প্রথম আধা ঘন্টার মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে তখন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এগিয়ে ৫-১ গোলে। মঙ্গলবার এরপর ঘুরে দাঁড়াল ইংলিশ ক্লাবটি। ফরাসি জায়ান্টদের বুকে কাঁপন ধরিয়ে করল ৩ গোল। দ্বিতীয় লেগে ৩-২ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে ছিটকে গেছে ভিলা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মঞ্চে শেষ চার নিশ্চিত করল প্যারিসিয়ানরা। ভিলা পার্কে এদিন ১৭টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে থাকে স্বাগতিকদের।

অন্যদিকে ১৪টির মধ্যে পিএসজির লক্ষ্যে থাকে ৭টি শট। ম্যাচের শুরুতেই ভিলাকে চেপে ধরে সফরকারীরা। একাদশ মিনিটে দুর্দান্ত এক প্রতি আক্রমণে এগিয়ে যায় প্যারিস। এ গোলটির জন্য যথেষ্ট দায় রয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। স্লাইড করে তিনি বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। ছুটে এসে জোরাল শটে লক্ষ্যভেদ করেন আশরাফ হাকিমি। বল মার্টিনেজের পায়ে লাগলেও তা বাধ সাধতে পারেনি। ২৭তম মিনিটে আরকেবার কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিক দল। উসমান দেম্বেলের দারুণ এক পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে নিচু শটে জালে বল জড়ান নুনো মেন্দেস। ৩৪তম মিনিটে ব্যবধান কমান ইউরি টিলেমান্স। বেলজিয়ান এই মিডফিল্ডারের শট প্যারিস ডিফেন্ডার পাচোর পায়ে লেগে জালে ঢুকে যায়। বিরতির পর মাঠে ফিরে আধিপত্য দেখায় ভিলা। ৫৫তম মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেন জন ম্যাকগিন। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন এই স্কটিশ ফরোয়ার্ড।

যদিও দুই লেগ মিলিয়ে তখনও ৫-৩ গোলে এগিয়ে পিএসজি। এর মিনিট দুয়েকের মধ্যে দলের তৃতীয় ও শেষ গোলটি করেন এজরি কনস্টা। বাকিটা সময় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভিলা। তবে পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার দেয়াল হয়ে ওঠায় কোনো অঘটন হয়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতলেও দুই লেগ মিলিয়ে ছিটকে যায় অ্যাস্টন ভিলা। আর টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে জায়গা করে নেয় পিএসজি।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status