ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বেতনের দাবিতে মেট্রোরেল নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার

বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে বিক্ষোভ করেছেন মেট্রোরেল নির্মাণ শ্রমিকরা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রোরেল স্টেশনে এ বিক্ষোভ করেন তারা। এর আগে নির্মাণ শ্রমিকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন থেকে এসে জড়ো হন। এসময় শ্রমিকরা বলেন, ঈদের আগের ৫ দিন এবং পরবর্তী এক মাসের বেতন আটকে রেখেছে মেট্রোরেল প্রজেক্টের এসএমসিসি ও আইটিডি জেভির এডমিন। বেতন চাইলে কর্তৃপক্ষ চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এডমিন থেকে মঙ্গলবার মেসেজ দিয়ে জানানো হয়েছে যে, ঈদের আগের ৫ দিনের বেতন ১৪ই আগস্ট দেয়া হবে। আর গত মাসের বেতন দেয়া হবে ২৫ তারিখের পর।  শ্রমিকরা আরও বলেন, শ্রমিকদের চাকরিচ্যুত করতে পারলে কর্মকর্তাদের পকেটে টাকা আসে। তারা নতুনদের নিয়োগ দিয়ে জনপ্রতি ৩০ হাজার টাকা ঘুষ নেয়। এজন্য আমাদেরকে চাকরিচ্যুত করার চেষ্টা করে যাচ্ছে।

বিজ্ঞাপন
এদিকে বিক্ষোভ চলাকালীন এসএমসিসি ও আইটিডি জেভির এডমিন ফখরুল ইসলাম ঘটনাস্থলে এসে শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে (আজ) শ্রমিকদের বেতন দেয়া হবে। শ্রমিকদের ভুল তথ্য দিয়ে তাদেরকে আন্দোলনে নামানো হয়েছে। পরবর্তীতে শ্রমিকরা কর্মসূচি বন্ধ করে কাজে যোগ দেয়। যদিও তারা বলছেন, আন্দোলনের কারণে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status