ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

অবাধ্য উইঘুরদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে চীন

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ আগস্ট ২০২২, বুধবার, ১২:০৩ অপরাহ্ন

mzamin

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে অপরাধ দমনের নামে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একজন পুলিশ কর্মকর্তার বরাতে আরএফএ জানিয়েছে- গত ২৫ জুন জননিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঘনিষ্ঠ ওয়াং জিয়াওহং। তার নেতৃত্বই চলছে এই অভিযান।

যেকোন ধরনের নিরাপত্তা ঝুঁকি কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন জিয়াওহং। কারণ এ বছরের শেষের দিকে দেশটির ২০ তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে।যেখানে আরও পাঁচ বছরের জন্য সভাপতির দায়িত্ব নিবেন জিন পিং। তাই ওই সভার আগে কোন ধরনের ঝুঁকি নিতে চাইছে না দেশটির নীতিনির্ধারকরা।

চীনের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে- গত ১৫ জুলাই দেশটির জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ১০০ দিনের অভিযানে গোটা চীনজুড়ে ৪২ হাজার মামলায় ৭৭ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএফএ জানিয়েছে- জিনজিয়াংয়ে ইসলামিক চরমপন্থী ও পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযানের নামে উইঘুরদের বিরুদ্ধে বিতর্কিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। উইঘুরদের অধিকার আদায়ে বিভিন্ন সময়ে যারা আন্দোলন বা প্রতিবাদ করেছিলেন তাদেরও এই অভিযানে অবাধ্য আখ্যা দিয়ে গ্রেপ্তার ও কারারুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে আরএফএ।

উল্লেখ্য, উইঘুর মুসলমানদের গণহারে বন্দিশিবিরে পাঠানো, তাদের ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ এবং জোরপূর্বক পুনঃশিক্ষণ কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাপী সমালোচিত চীনের কমিউনিস্ট সরকার।

২০২১ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র চীনের এই কর্মকাণ্ডকে 'গণহত্যা' হিসেবে ঘোষণা দেয়। এরপর ওই বছরের ফেব্রুয়ারিতে কানাডিয়ান এবং ডাচ উভয় পার্লামেন্ট উইঘুর সঙ্কটকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দেয়।
সূত্র: রেডিও ফ্রি এশিয়া

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status