ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইমরান খানকে গ্রেপ্তার করলে রক্তের রাজনীতি শুরু হবে- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৯ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৫:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৯ অপরাহ্ন

mzamin

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করলে পাকিস্তানে ‘ব্লাডি পলিটিক্স’ বা রক্তের রাজনীতি শুরু হতে পারে। এ হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ রশিদ আহমেদ। তিনি মঙ্গলবার আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে নিষিদ্ধ অর্থ নেয়া এবং তোষাখানা মামলার রেফারেন্স ফাইল এগিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান জোট সরকার। এর মধ্য দিয়ে ইমরান খানকে গ্রেপ্তার করার চেষ্টা হতে পারে বা তার দলকে ভাঙার চেষ্টা করা হতে পারে। এতে দেশ রক্তের রাজনীতির দিকে যেতে পারে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে বলেন, রাজনীতি এবং ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তা। আফগানিস্তানের অস্থিতিশীলতার প্রভাব পাকিস্তানের শান্তির ওপরও পড়বে। অর্থের বিনিময়ে এবং আত্মঘাতী হামলা কিন্তু দেশের ভিতরে শুরু হয়ে গেছে। উল্লেখ্য, শেখ রশিদ আহমেদ আওয়ামী মুসলিম লিগের প্রধান।

বিজ্ঞাপন
এরই মধ্যে বেআইনি অর্থ গ্রহণের বিষয়ে তদন্ত শুরু করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। পিটিআইয়ের সিনিয়র নেতাদেরকে সমন পাঠিয়েছে তারা। পাকিস্তানের নির্বাচন কমিশন নিষিদ্ধ অর্থ গ্রহণের বিষয়ে রায় ঘোষণার পর এবং বেলুচিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর পিটিআইয়ের বিরুদ্ধে সরকার কঠোর নীতি অবলম্বন করছে। তাদের গলার চারপাশে রশির গিঁট শক্ত করছে। ধারাবাহিক টুইটে শেখ রশিদ জোট সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অর্থনীতির ধস, রাজনৈতিক অস্থিতিশীলতা, ক্রমবর্ধমান ঘুষ এবং সন্ত্রাসী ঘটনা তাদের রাজনীতিকে কবরে পাঠাবে। তিনি আরও বলেন, পাকিস্তান সম্পর্কে ভাল চিন্তা করছে চীন। নেতাদের উচিত তাদের সিগন্যাল বোঝা। তিনি আরও আহ্বান জানান, স্বাধীনতা দিবসকে একটি ধ্বংসের দিন বানাবেন না। এ অবস্থায় ইমরান খানকে গ্রেপ্তার এবং পিটিআইকে ভাঙার পরিকল্পনা হবে রক্তের রাজনীতি। তিনি সরকারের এজেন্ডা সম্পর্কে বলেন, তারা ইমরান খানকে অযোগ্য করতে চায় এবং নওয়াজ শরীফকে বৈধ করতে চায়।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status