প্রথম পাতা
ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে
স্টাফ রিপোর্টার
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে বলেও মনে করেন তিনি। গতকাল রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এই মাত্র মহাসচিব সাহেব উনার বক্তব্যে যে কথাটি বলেছেন, কোথাও কেউ কিছু একটা হয়তো করার চেষ্টা করছে। সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বুঝি, এটির পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে যদি সচেতন হই তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবো।
তিনি বলেন, বিগত ১৫ বছর আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যে বিষয়গুলো আমাদের আশপাশে দেখেছি, প্রত্যেকটা মানুষ বাংলাদেশে চায়- এর একটা পরিবর্তন হোক। আমাদের আহ্বান থাকবে, এব্যাপারে বাংলাদেশের মানুষকে রাজনৈতিক দল হিসেবে আমাদের যার যা করার, সেই সহযোগিতা করতে সক্ষম হবেন। আমাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আমি মনে করি, এখানে আপনাদের (সাংবাদিক) বিরাট ভূমিকা আছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন বিষয় বিতর্কিত করা হচ্ছে। আপনারা যদি এই বিষয়গুলো আপনাদের অবস্থান থেকে সত্য ভাবে জাতির সামনে তুলে ধরেন তাহলে আমরা এই ষড়যন্ত্র থেকে...। আর জুলাই-আগস্ট মাসে যেসব বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করার জন্য, গণতন্ত্র ও নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে উৎসর্গ করেছেন- এই প্রতিটা মানুষের এই উৎসর্গ যেনো সার্থক হয়, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফরমে এসে দাঁড়াতে হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে যার যার ভূমিকা পালন করতে হবে।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাভেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য রাখেন। এ ছাড়া এই আয়োজনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
Rafiq Mallick ভাই, এ দেশের নাম যত কাল 'বাংলাদেশ' থাকবে, 'রাজাকার ' শব্দটি ও তত কাল থাকবে। সত্য ইতিহাস তো, পাল্টাবেন কেমনে?
যড়যন্ত্র জঙ্গী জামাত শিবির…..এই শব্দগুলো হাসিনা যে দিনে কত বলতো তার হিসাব নাই…..এবং এই শব্দতেই তার পতন …..