ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

এবার সয়াবিন লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

স্টাফ রিপোর্টার
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি   ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন। গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে তারা এ আবেদন জানায়। সরকার উদ্যোগী হয়ে ভোজ্য তেলের দাম কমানোর ১৫ দিনের মাথায় পুনরায় তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিলো ব্যবসায়ীরা। এ প্রস্তাবের সঙ্গে তারা ব্যয়ের একটি বিবরণও তুলে ধরেছে। সংগঠনটি দাবি করেছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ভোজ্য তেলের আমদানি মূল্য বেড়েছে। এ কারণে দাম সমন্বয়ের প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবে সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর দাবি জানানো হয়েছে স্বীকার করে সংগঠনটির সচিব নুরুল ইসলাম মোল্লাহ বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের আমদানি মূল্যে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। তেল কিনতে এখন প্রতি ডলারের জন্য ১১০ টাকারও বেশি খরচ করতে হচ্ছে। ডলারের মূল্যবৃদ্ধি বিবেচনায় দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে বিশ্ববাজারে এখন প্রতি টন অপরিশোধিত ভোজ্য তেলের দাম ১৬০০ ডলারে স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
রাশিয়া-ইউক্রেইন উত্তেজনার মধ্যে ৩ মাস আগে অপরিশোধিত তেলের দাম প্রতি টন ১৯০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দেশের বাজারেও সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি লিটার ২০০ টাকার উপরে উঠে যায়। বছরের প্রথম ভাগে যুদ্ধ শুরুর আগে-পরে বাংলাদেশেও কয়েক দফায় বাড়ানো হয় দাম। তবে দাম কমে আসায় গত ১৭ই জুলাই প্রতি লিটার তেলের দাম ১৪ টাকা করে কমানো হয়। ফলে দেশে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৬ টাকায় এবং পাম তেল ১৫২ টাকায়। মিল মালিকদের দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, তেলের দাম বাড়ানোর বিষয়টি ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেখে। তাদের সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status