ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

প্রতিবন্ধকতাকে দুর্বলতা হিসেবে দেখা যাবে না: অধ্যাপক সাঈদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ বলেন, মেধার জোরে একজন পরিপূর্ণ মানুষের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীরা। কাজেই প্রতিবন্ধিকতাকে দুর্বলতা হিসেবে দেখা যাবে না। তাদেরকে কীভাবে স্বনির্ভর বাংলাদেশ গঠনে কাজে লাগানো যায় সেটি নিয়ে রাষ্ট্রকে ভাবতে হবে। গতকাল সকাল ১১টার দিকে চট্টগ্রাম শিশু একাডেমিতে ডুরস ফর ইনক্লোসিভ সোসাইটি (ডিআইএস)-এর বিভাগীয় শাখার উদ্বোধন ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক সাঈদ আহসান খালিদ বলেন, তামান্না নামের এক মেয়ে প্রতিবন্ধী কোটা ব্যবহার না করেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন। তবে এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সহ সব জায়গায় বৈষম্যের শিকার হচ্ছেন। তারা যথাযথ সুযোগ-সুবিধা পাচ্ছেন না। যেকারণে তারা তাদের মেধা ও যোগ্যতাকে সেভাবে কাজে লাগাতে পারছেন না। উপস্থিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে কোথাও কোনো অবহেলা করলে প্রতিবাদ করবেন।

বিজ্ঞাপন
প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন। তাহলে এটা নিয়ে আলোচনা হবে ও সরকার ব্যবস্থা নেবে। আপনারা দয়া চাইবেন না। আপনারা আপনাদের অধিকার আদায় করবেন।  অনুষ্ঠানে উপস্থিত প্রতিবন্ধী শিক্ষার্থীরা বলেন, নানানভাবে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয়, আমরা যাই। সেখানে আমাদের চাকরি দেয়ার কথা বলেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের  ঘোরান। চাকরি তো দূরের কথা উল্টো হেনস্তার শিকার হই। বাসে- ট্রেনে টিকিট কাটতে গিয়ে বৈষম্যের সৃষ্টি হই। আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়ার কথা। কিন্তু সে প্রশিক্ষণ দেয়া হচ্ছে না, আমরা বঞ্চিত। তারা বলেন, নানান প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধীদের মূল  স্রোতধারায় নিয়ে আসতে হবে। প্রতিবন্ধীদের প্রশিক্ষিত করার বিকল্প নেই। প্রতিবন্ধীদের নিয়ে কাজ হচ্ছে, কিন্তু কাজের মতো কাজ হচ্ছে না। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না। চাকরি পরীক্ষায় সফলতা  অর্জন করেও চাকরিতে নেয়া হচ্ছে না। ডি আই এস চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিনা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ‘উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, ডি আই এস কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম ফেরদৌস আলম বক্তব্য রাখেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status