ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কক্সবাজারে এবার হোটেল স্টাফের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি (২২) নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক ‘সী কক্স’ নামক আবাসিক হোটেলে খণ্ডকালীন চাকরি করতেন। তবে নিহতদের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বাপ্পি সদরের বাংলাবাজার কাজী অফিস সংলগ্ন নয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ গফুরের ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।  বাপ্পির মা রোকেয়া বেগম বলেন, ‘হোটেল সংলগ্ন রেস্টুরেন্ট ব্যবসায়ী মুফিজ নামের এক যুবকের সঙ্গে তার ছেলের পার্টনারি রেস্টুরেন্টের ব্যবসা ছিল। বাপ্পি মুফিজকে সাড়ে ৮ লাখ টাকা দিয়েছিলেন রেস্টুরেন্টের জন্য। ব্যবসার লাভ তো দূরের কথা; করোনার অজুহাতে তার (বাপ্পির) পুরো টাকা আত্মসাৎ করে মুফিজ। বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকিও দিতো মুফিজ।

বিজ্ঞাপন
আমরা ধারণা করছি টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই মুফিজই আমার ছেলেকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।’ ‘সী কক্সের রিজার্ভেশন অফিসার অর্ণব বলেন, ‘হোটেল থেকে কিছু দূরে হোটেলের স্টাফদের কোয়ার্টার। ওখানে স্টাফরা রাত্রীযাপন করেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ডিউটি শেষ করে বাপ্পি স্টাফ কোয়ার্টারে চলে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় কোয়ার্টারটিতে কেউ ছিল না।’ সদর থানার উপ-পরিদর্শক রিয়াজ বলেন, ‘লাশটি হাসপাতালে ছিল। সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি হোটেল ‘সী কক্সের’ ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সেখানকার কর্মীরা। পরে তারা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনাস্থলে এসে রুম তল্লাশি করে আলামত হিসেবে ফাঁসের একটি গামছা ও মোবাইল জব্দ করি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম জানান, ‘মারা যাওয়া ব্যক্তির লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানতে পারি। এরপরও যদি কোনো অভিযোগ পাই তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status