ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রাজবাড়ীতে পরিবহনে ইচ্ছামাফিক ভাড়া আদায়, ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি
৮ আগস্ট ২০২২, সোমবার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীতে দূরপাল্লা ও লোকাল রুটের বাস সার্ভিসগুলো ইচ্ছামাফিক ভাড়া আদায় করে যাচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন নিয়মিত চলাচলকারী যাত্রী ও নিম্নআয়ের সাধারণ মানুষেরা। বাড়তি ভাড়া আদায়ের ঘটনায় চরম অসন্তোষ বিরাজ করছে সাধারণ যাত্রীদের মাঝে। গতকাল সকাল থেকে এ সকল রুটে দূরপাল্লা ও লোকাল বাস সার্ভিসগুলো স্বাভাবিকভাবে চলাচল করলেও  নির্ধারিত ভাড়ার চাইতে  বাড়তি ভাড়া আদায় করছেন তারা। বাড়তি ভাড়ার বিষয়ে লোকাল রুটের কয়েকটি বাসের সুপারভাইজার ও চালকরা বলছেন, তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখেই ভাড়া নিচ্ছি। তবে কিছু কিছু পরিবহনে ভাড়ার তারতম্য কিছুটা ঘটতেই পারে। যাত্রীদের বুঝিয়ে কিছু বাড়তি ভাড়া নেয়া হচ্ছে।  তবে চাপ দিয়ে নয়। বাসে থাকা যাত্রী হুমায়ন জানান, শুধু তেল না, নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের দাম এখন আকাশচুম্বী, আমাদের মতো মধ্যবিত্তের টিকে থাকা দায়। এ বিষয়ে রাজবাড়ী জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান বলেন, আগে প্রতি কি.মি. ভাড়া ছিল ১.৮০ পয়সা, তবে তেলের দাম যেহেতু বেশি এখন থেকে প্রতি কি.মি. ২.২০ পয়সা হারে ভাড়া নির্ধারিত হয়েছে, নিয়মের বাইরে কোনো পরিবহন ভাড়া নিলে দায়িত্ব তাদের, কেউ ভাড়া বেশি নেয় না এমনকি বেশি নেয়ার সুযোগও নেই।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status