ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মাধবপুরে মাছচাষিদের কপালে চিন্তার ভাঁজ

ইয়াছিন তন্ময়, মাধবপুর (হবিগঞ্জ) থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার

গেল জুন মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় কেড়ে নিয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৎস্যচাষিদের স্বপ্ন। বন্যার পানি নেমে গেলেও এর ক্ষতচিহ্ন নিয়ে দিনাতিপাত করছেন তারা। স্বপ্ন বুনেছিলেন নিজেদের খামারের উৎপাদিত মাছ বিক্রি করে ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। কিন্তু আকস্মিক বন্যায় ভেসে গেছে তাদের সেই  স্বপ্নও। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় সব মাছচাষি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দুর্যোগে বানভাসিদের ত্রাণ সহায়তার পাশাপাশি সরকার পুনর্বাসনের ব্যবস্থা করলেও এসব মাছচাষি কোনো সহায়তা পাননি বলে জানা গেছে। উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী, উপজেলায় ১২২৫টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছচাষি আছে ৫৭০ জন, ভেসে যাওয়া মাছের পরিমাণ ৭২১ টন, পোনা ভেসে গেছে ৮১ লাখ। এ ছাড়া মাছের খামারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে ১৭ লাখ টাকা। সবমিলিয়ে ক্ষতি হয়েছে ৮৬ লাখ ৭০ হাজার টাকার।

বিজ্ঞাপন
উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মাছচাষি কিছলু মিয়া জানান, দেড় বিঘা পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলেন তিনি। মাছ বিক্রির জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ভয়াবহ বন্যার পানিতে তার পুকুরের সব মাছ ভেসে যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন কীভাবে এই ক্ষতি পোষাবেন, সেই চিন্তায় দিশাহারা তিনি। উপজেলার হাড়িয়া গ্রামের ফুল ইসলাম জানান, বন্যার পানিতে তার সাত বিঘা পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ ভেসে যায়, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু কিছলু মিয়া ও ফুল ইসলামই নয়, স্মরণকালের ভয়াবহ বন্যায় উপজেলার প্রায় সব মাছচাষি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক বলেন, ক্ষতিগ্রস্ত মাছচাষিদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। সরকারি কোনো সহযোগিতা এলে ক্ষতিগ্রস্ত মাছচাষিরা তা পাবেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status