ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

রেলে ভাড়া বাড়ানোর চিন্তা

স্টাফ রিপোর্টার
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

দেশে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাসের ভাড়া বাড়ানো হয়েছে। এখন ট্রেন ও বাসের 
ভাড়ার মধ্যে বিশাল ব্যবধানের কারণে ট্রেনের উপর চাপ পড়বে। তাই বাসের সঙ্গে সমন্বয় করতে ট্রেনের ভাড়া বাড়াতে চান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রেল ভাড়া বাড়ানো হতে পারে জানিয়ে রোববার গণমাধ্যমকে রেলমন্ত্রী বলেন,  ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনো ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেইনি। ট্রেনের ভাড়া বাড়াতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে। রেল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছে কিনা জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি।

শুক্রবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে ৩৪ টাকা বাড়ায় সরকার। এ ছাড়া অকটেনের দাম বাড়ানো হয় ৪৬ টাকা, পেট্রোলের দাম বাড়ানো হয় ৪৪ টাকা। অর্থাৎ রাত ১২টার পর থেকে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা লিটার দরে বিক্রি হয়।

বিজ্ঞাপন
এরপর শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

দূরপাল্লার বাসের ভাড়া আগে ছিল প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা, যা বাড়িয়ে এখন করা হয় ২ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগে প্রতি কিলোমিটারে বড় বাসের ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা, এখন তা ২ টাকা ৫০ পয়সা। মিনি বাসের ভাড়া ২ টাকা ৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

 

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status