ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

এবার লঞ্চের ভাড়া শতভাগ বাড়ানোর দাবি

স্টাফ রিপোর্টার
৮ আগস্ট ২০২২, সোমবার

এবার লঞ্চের ভাড়া শতভাগ বাড়ানোর দাবি জানিয়েছেন লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা।  গতকাল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর ভাড়া বাড়ানোর এ চিঠি দিয়েছেন। চিঠিতে ১০০ কি.মি পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ২.৩০ টাকার স্থলে ৪.৬০ টাকা এবং ১০০ কিলোমিটার ঊর্ধ্বে প্রতি কিলোমিটার দূরত্বের জন্য ২ টাকার স্থলে ৪ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। তবে সরকার এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। এ নিয়ে আজ দুপুর ১২টায় সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দু’পক্ষ একমত হলে নৌপথের ভাড়া নির্ধারিত হবে। 
তবে লঞ্চ মালিকদের শতভাগ ভাড়া বৃদ্ধির এ দাবি মামা বাড়ির আবদার বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। তিনি মানবজমিনকে বলেন, গত নভেম্বর মাসে তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে লঞ্চের ভাড়া বাড়ানো হয়। এরইমধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে অযৌক্তিকভাবে শতভাগ ভাড়া বাড়ানোর দাবি করা হয়েছে। ভাড়া বাড়াতে হলে গণশুনানি করে ব্যয় ও যৌক্তিক ভাড়া নির্ধারণী সমীক্ষা করে ভাড়া বাড়ানো উচিত। লঞ্চ মালিক ও বিআইডব্লিউটিএ’র মধ্যে ভাড়া বৃদ্ধির সভা হয়।

বিজ্ঞাপন
সেখানে যাত্রীদের কোনো প্রতিনিধি না থাকায় মালিকরা বিআইডব্লিউটিকে ম্যানেজ করেন। আর বিআইডব্লিউটিএ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে তাদের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী মন্ত্রণালয়কে পরামর্শ আকারে জানান। মন্ত্রণালয়ও তাদের প্রেসক্রিপশন অনুযায়ী একচেটিয়াভাবে ভাড়া বাড়াতে থাকে। তবে তার এ দাবি অস্বীকার করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র মো. জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, মালিক ও যাত্রী উভয়পক্ষের দিক বিবেচনা করে মন্ত্রণালয় যৌক্তিক ভাড়া নির্ধারণ করে দেন। 
চিঠিতে বলা হয়, বাঙালি জাতির গর্বের পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ অঞ্চলের অধিকাংশ মানুষ সড়ক পথে যাতায়াত করছে। ফলে যাত্রী স্বল্পতার কারণে লঞ্চ ব্যবসায় চরম মন্দাভাব বিরাজ করছে। এরইমধ্যে সরকার গত ৫ই আগস্ট প্রতি লিটার ডিজেলের মূল্য ৮০ টাকা থেকে ৩৪ টাকা বৃদ্ধি করে ১১৪ টাকা নির্ধারণ করেছেন। এ ছাড়া বিশ্ববাজারে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় খোলা বাজারে মবিলের দাম প্রায় ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে। প্লেট, এঙ্গেল, প্রফেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড ও গ্যাসসহ স্প্রে পার্টসের মূল্য পায় ২০০ গুণ বৃদ্ধি পেয়েছে। সবমিলে লঞ্চ পরিচালনার ব্যয় প্রায় ১০০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় ১০০ কি.মি পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ২.৩০ টাকার স্থলে ২.৩০ টাকা বৃদ্ধি করে ৪.৬০ টাকা এবং ১০০ কিলোমিটার ঊর্ধ্বে প্রতি কিলোমিটার দূরত্বের জন্য ২ টাকার স্থলে ৪ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

পেট্রাপোল ইমিগ্রেশনে ভোগান্তি / ঈদের ছুটি শেষে ভারত থেকে দেশে ফিরছেন যাত্রীরা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status