ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সিলেট বিএনপি নেতাদের সঙ্গে হাইকমান্ডের বৈঠক

অক্টোবরের মধ্যে নগর কাউন্সিল করার নির্দেশ

ওয়েছ খছরু, সিলেট থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার

আগামী অক্টোবরের মধ্যে সিলেট মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল শেষ করার নির্দেশ দিয়েছেন দলটির হাইকমান্ড। এই সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা কমিটি গঠনে ব্যর্থ হলে নতুন করে চিন্তাভাবনা করা হবে বলে সাফ জানিয়ে দেয়া হয়েছে। গতকাল বিকালে ঢাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সিলেট

মহানগর বিএনপি’র নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠক শেষে সিলেট মহানগর বিএনপি’র একাধিক নেতা জানিয়েছেন- মহানগর বিএনপি’র ধীরগতির কার্যক্রমের ওপর দলের হাইকমান্ড ক্ষুব্ধ। এক বছরেও মহানগর বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেন হাইকমান্ড। এরপর হাইকমান্ডের তরফ থেকে আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে সকল পাড়া কমিটি, ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি এবং ৩০শে অক্টোবরের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে মহানগর বিএনপি’র কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। ঢাকায় দলীয় কার্যালয়ে এই বৈঠকে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. এ জেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ- সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন উপস্থিত ছিলেন। এ ছাড়া সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীসহ সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 বৈঠকে উপস্থিত থাকা দলীয় নেতারা জানিয়েছেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ার্ড কমিটি গঠনে বিলম্ব হওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এতে দায় বর্তায় সাংগঠনিক কমিটির নেতাদের ওপর। সাংগঠনিক কমিটির নেতাদের দেয়া যুক্তি তেমন গ্রহণযোগ্য হয়নি।

বিজ্ঞাপন
কারণ- তারা অজুহাত তুলেছিলেন বন্যার। কিন্তু বন্যাকবলিত হওয়ার বাইরে ছিল নগরের অধিকাংশ ওয়ার্ড। এরপরও ওয়ার্ড কমিটি গঠন না করায় ক্ষোভ জানানো হয়। এবং ঐক্যবদ্ধভাবে দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে- বৈঠকের পর সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন সিলেটের নেতারা। সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি জানিয়েছেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। এই বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে ওয়ার্ড কমিটি শেষ করে মহানগর সম্মেলন করার তাগিদ দেয়া হয়েছে। দলের হাইকমান্ড যেভাবে বলেছেন; সেভাবেই কাজ করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে দলের ভেতরে ঐক্য ফিরিয়ে আনতে কাজ করা হবে। সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো গত বছরের সেপ্টেম্বরের। প্রথম দিকে নগর বিএনপি’র নেতারা জোরেশোরে কাজ শুরু করলেও পরবর্তীতে অভ্যন্তরীণ বিরোধে থমকে যায় সেই গতি। এপ্রিলের দিকে ১৭টি ওয়ার্ড কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও এখনও ১০টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি।

 এতে করে সাংগঠনিক টিমের নেতাদের অসহযোগিতাকে দায়ী করা হয়। সর্বশেষ গত সপ্তাহে সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর মধ্যে বিরোধের বিষয়টি প্রকাশ পায়। কেন্দ্রীয় কর্মসূচির অর্ধেক পালন করে সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী চলে আসেন। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে সদস্য সচিবকে ছাড়া আহ্বায়কসহ কমিটির কয়েকজন নেতা জরুরি সভাও করেন। ফলে তাদের মধ্যে বিরোধের বিষয়টি আরও স্পষ্ট হয়। এই অবস্থায় গতকাল সিলেট মহানগর বিএনপি’র নেতাদের ঢাকায় তলব করা হয়। সেখানে দলের হাইকমান্ড তাদের নিয়ে  বৈঠক করেন। আর বৈঠকে ঐক্যবদ্ধ হয়ে চলার পাশাপাশি অক্টোবরের মধ্যে মহানগর সম্মেলন ও কাউন্সিলের সময়সীমা বেঁধে দেয়া হয়।    

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status