ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সরাইলে সচিবের বিরুদ্ধে চেয়ারম্যানের লিখিত অভিযোগ, শোকজ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

সরাইল সদর ইউনিয়নের সচিব রুবেল ভূঁইয়া। যোগদান করেছেন চলতি বছরের ৮ই মে। শুরু থেকেই দায়িত্ব পালনে অনীহা। সুবিধাভোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও কাজে দীর্ঘসূত্রতা নিত্যদিনের বিষয়। তার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও হয়রানিতে চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় লোকজন।  দৈনিক স্বাভাবিক কার্যক্রমের ব্যাঘাত ঘটায় বিব্রতকর অবস্থায় পড়েছেন চেয়ারম্যান। অবশেষে গত ২৫শে জুলাই রুবেলের অনিয়ম অবহেলা তুলে ধরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। গতকাল তাকে শোকজ করেছেন জেলা প্রশাসক। এর আগে শোকজ করেছিলেন নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল।  ভুক্তভোগী সরাইল ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, ব্যবসায়ী মোহাম্মদ আলী ও মো. ফারুক মিয়াসহ অনেকেই বলেন, সচিব রুবেল অফিসে আসেন না।

বিজ্ঞাপন
আমরা কাজ নিয়ে আটকে গেছি। তার দেয়া দুর্ভোগ ও কষ্টে হাবুডুবু খাচ্ছি। সুবিধাভোগীদের জন্য এখন সে বোঝা। আমরা সরাইল থেকে সচিব রুবেলের অপসারণ চাই। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, বিলম্বে অফিসে আসার বিষয়ে জেলা প্রশাসক মহোদয় রুবেলকে শাসিয়েছেন। তারপরও সংশোধন হননি রুবেল। তার অনিয়মিত অফিসে হাজিরা। কর্মক্ষেত্রে অবহেলা জন্মনিবন্ধন নিয়ে জনগণকে হয়রানি। এসব কারণে পরিষদের নিয়মিত কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। আমাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাই আমি দ্রুত রুবেলের বদলি চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছি।  সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, দায়িত্ব পালনে অবহেলাসহ তার সকল অনিয়মের কারণে জেলা প্রশাসক মহোদয় শোকজ করেছেন। এরআগে আমি শোকজ করেছি। এরপর তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  অভিযুক্ত ইউপি সচিব রুবেল ভূঁইয়া বিলম্বে আসা, অফিসে নিয়মিত না আসতে পারা ও জেলা প্রশাসক কর্তৃক তাকে শোকজের বিষয়টি স্বীকার করে বলেন, অনাকাঙ্ক্ষিত ও নানাবিধ সমস্যার কারণে এমনটি হচ্ছে। ১১টা-১২টায় অফিসে গেলেও সরাইলের লোকজন ক্ষেপে যায়। বদলি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। খুবই সমস্যায় আছি।    

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status