ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গম-ভুট্টা চাষিরা পাচ্ছেন ১ হাজার কোটি টাকার প্রণোদনা

স্টাফ রিপোর্টার
৮ আগস্ট ২০২২, সোমবার

গম ও ভুট্টা চাষিদের জন্য প্রণোদনা প্যাকেজ দিতে যাচ্ছে সরকার। তাদের উৎপাদন বাড়াতে শিগগিরই ১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এই প্রণোদনা প্যাকেজে গ্রাহক পর্যায়ে ৪ শতাংশ ও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ০.৫ শতাংশ সুদ বেঁধে দেয়া হবে যার মেয়াদ থাকবে ৩ বছর। গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি দেশে সৃষ্ট অর্থনৈতিক সংকট নিরসনে কৃষি খাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্যাকেজ দেয়া হবে। মুখপাত্র জানান, বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে দেশে গম ও ভুট্টা আমদানি করতে অসুবিধা হচ্ছে। তাই দেশেই এই পণ্যগুলোর উৎপাদন বাড়াতে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল ঘোষণা করা হবে। সবশেষে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড মিটিংয়ে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। এরআগে করোনায় সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষকদের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন
এ তহবিল থেকে ঋণ বিতরণের মেয়াদ চলতি বছরের ৩০শে জুন পর্যন্ত ছিল। ঋণ বিতরণের মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। এই স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এ তহবিল থেকে জামানতবিহীন ও সহজ শর্তে মাত্র ৪ শতাংশ সুদহারে ঋণ নিতে পারছেন কৃষকরা। তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক নিজস্ব কৃষক ও গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের জন্য এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ দুই লাখ টাকা ঋণ পাবেন কৃষক।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status